ভারত থেকে এবছরের আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভাগে অস্কারের জন্য বেছে নেওয়া হল ‘হোমবাউন্ড’ চলচ্চিত্রটিকে। শুক্রবার এই ঘোষণা করলেন সিলেক্ট কমিটির চেয়ারম্যান এন চন্দ্র। সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Toronto International Film Festival) স্বীকৃতি পাওয়ার পর অস্কারের (Oscar) মঞ্চে ‘হোমবাউন্ড’-এর (Homebound) যাওয়ার পুরস্কার সম্পর্কে আশাবাদী প্রযোজক করণ জোহর (Karan Johar) থেকে পরিচালক নীরজ ঘাইওয়ান।
চলতি বছর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় হোমবাউন্ড-এর (Homebound)। অভিনয়ে রয়েছে ইশান খট্টর, বিশাল জেঠওয়া, জাহ্নবি কাপুর। টরন্টো চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক দর্শকদের বিচারে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পায় এই ছবি।
আরও পড়ুন: দুর্গোৎসব ৪৩২: এবার পুজোয় বাংলার পরিচালকের তথ্যচিত্র দেখানো হবে টাইমস স্কয়ারে
শুক্রবার শহরে একটি সাংবাদিক বৈঠকে সিলেক্ট কমিটির চেয়ারম্যান এন চন্দ্র জানান, ২৪টি চলচ্চিত্রের মধ্যে একটিকে বেছে নেওয়া সহজ কাজ ছিল না। তার মধ্যে বলিউডের এই চলচ্চিত্র নিজের জায়গা করে নিয়েছে অস্কারের পথে পাড়ি দেওয়ার জন্য। ১২ জনের সিলেক্ট কমিটির মতে এই চলচ্চিত্র মানুষের জীবনকে ছুঁয়ে গিয়েছে।
–
–
–
–
–
–
