Sunday, November 16, 2025

পুজোর আনন্দ কি পণ্ড করবে বৃষ্টিঅসুর? কী জানাল হাওয়া অফিস

Date:

হাতে মোটে আর একদিন। তারপরেই পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। কিন্তু মুখ গোমড়া আকাশের দিকে তাকালে মন খারাপ আম বাঙালির। পুজো কি তবে পণ্ড করবে বৃষ্টিঅসুর? এখন এই প্রশ্নই মুখে মুখে। আর তার উত্তরে বঙ্গ জীবনকে কোনও আশার কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর। শুক্রবার বিকেলে আলিপুর হাওয়া অফিস (Alipur Weather Office) জানাল, মহালয়া থেকে দশমী পর্যন্ত বিক্ষপ্ত বৃষ্টিতে (Rain) ভিজবে দক্ষিণবঙ্গ। তুলনামূলকভাবে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এখন বায়ুমণ্ডলের উপরিভাগে একটি নিম্নচাপরেখা সক্রিয়। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। সেই বর্ষণ বেড়ে ভারী থেকে অতি ভারী হতে পারে। দক্ষিণবঙ্গেও আগামী দু’দিন অর্থাৎ মহালয়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়া সম্ভাবনা।

এদিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেটি ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে চলে আসতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে দ্বিতীয়া অর্থাৎ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। ২৫ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত সেটি সক্রিয় থাকবে। পরের দিকে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সময় উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতিভারী বেশি বৃষ্টি হতে পারে।

আলিপুর হাওয়া অফিসের (Alipur Weather Office) তরফে হবিবুর রহমান বলেন, “পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত (২৭ থেকে ২৯ সেপ্টেম্বর) কলকাতায় আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। মহাষ্টমী থেকে দশমী (৩০ থেকে ২ তারিখ) মাঝারি থেকে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা। ২ সেপ্টেম্বর অর্থাৎ দশমীতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।“

তবে, উত্তরবঙ্গের জন্য সুখবর। ২৭ থেকে ২ তারিখের মধ্যে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

একনজরে পুজোর আবহাওয়ার পূর্বাভাস
পঞ্চমী থেকে সপ্তমী- কলকাতায় আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
মহাষ্টমী থেকে মহানবমী- দক্ষিণের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
বিজয়া দশমী- তুলনামূলক বেশি বৃষ্টির আশঙ্কা
উত্তরবঙ্গে পঞ্চমী থেকে দশমীর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version