Friday, November 14, 2025

এক হৃদয়, ৬০০ কণ্ঠস্বর: তৃতীয়লিঙ্গ সম্প্রদায়কে সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠান সিসিআই লজিস্টিকসের

Date:

দুর্গাপুজোর আগে ভিন্নধর্মী উদ্যোগ নিল সিসিআই লজিস্টিকস। ‘এক হৃদয়, ৬০০ কণ্ঠস্বর: অন্তর্ভুক্তির উৎসব’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয়লিঙ্গ সম্প্রদায়কে সম্মান জানাল সংস্থা। এই আয়োজনের মধ্য দিয়ে সমাজে তাদের অবদানকে কুর্নিশ জানানো হয়।

টানা ১৯ বছর ধরে দুর্গাপুজোর আবহে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে আসছে সিসিআই লজিস্টিকস। এ বছর সংস্থার উদ্যোগে ৬০০ জন তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের সদস্য একত্রিত হয়ে নিজেদের পরিচয় ও অস্তিত্ব উদযাপনের মঞ্চ পেলেন। তাদের জন্য তৈরি হল এক নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ, যেখানে তারা নিজেদের মতামত ও অনুভূতি ভাগ করে নিতে পারলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন—জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্ত, মানিকতলার বিধায়ক সূপ্তি পান্ডে, উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, সমাজকর্মী টিঙ্কারি দত্ত ও সিসিআই লজিস্টিকস লিমিটেডের ইজেড-সিএসআর-এর চেয়ারপার্সন রেখা শর্মা। তাঁদের উপস্থিতি এই সম্প্রদায়ের সামাজিক ভূমিকা ও স্বীকৃতির গুরুত্বকে আরও উজ্জ্বল করে তোলে। অনুষ্ঠানে তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের সদস্যদের নৃত্য পরিবেশনা দর্শকদের আবেগাপ্লুত করে। আনন্দ, হাসি ও একাত্মতার মুহূর্তে ভরে ওঠে পরিবেশ। সংস্থার তরফে প্রতিটি সদস্যকে উপহার হিসেবে একটি শাড়ি দেওয়া হয়, যা মর্যাদা ও অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে চিহ্নিত হয়। এই উপলক্ষে রেখা শর্মা বলেন, “তৃতীয়লিঙ্গ সম্প্রদায় মা দুর্গার শক্তি ও করুণার প্রতিফলন। তাঁদের সাহস ও সহনশীলতা আমাদের অনুপ্রেরণা জোগায়। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাঁদের আশীর্বাদকে সম্মান জানাই এবং সমাজে প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার পুনর্নবীকরণ করি।” দুর্গাপুজোর প্রাক্কালে এই বিশেষ আয়োজন সমাজে এক শক্তিশালী বার্তা পৌঁছে দিল—উৎসবের আসল মানে হলো একতা, করুণা ও সমতার চেতনা, যেখানে প্রতিটি হৃদয়, প্রতিটি কণ্ঠস্বর সমানভাবে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- সামসেরগঞ্জ অশান্তি তদন্তে এনআইএয়ের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...
Exit mobile version