জয়িতা মৌলিক
লোক দেখানো দরদ। বাংলায় সভা করতে এলে মঞ্চের পিছনে দুর্গা-কালীর ছবি, মুখে জয় মা দুর্গা, জয় মা কালী ধ্বনি। বাংলার পুজোয় ঘটা করে ফিতে কাটতে আসা। অথচ দুর্গাপুজোর (Durga Puja) মধ্যেই পরীক্ষার দিন ফেলেছে অমিত শাহ (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্টান্ট পদে পরীক্ষার দিন ফেলা হয়েছে ২৬ ও ৩০ সেপ্টেম্বর। অর্থাৎ দুর্গাপুজোর সপ্তমী ও নবমী। আর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার। প্রশ্ন উঠছে দেওয়ালি বা ছটপুজোয় তো পরীক্ষা ফেলা হয় না। তৃণমূলের তরফে তীব্র সমালোচনা করে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, “পারতেন দিওয়ালি, ছটপুজো বা গণেশপুজোয় পরীক্ষা ফেলতে?”
বাংলার মুখ্যমন্ত্রী দুর্গাপুজো-কালীপুজোর মতোই ছুটি দেন ছটেও। অন্য ধর্মীয় উৎসবেও ছুটি থাকে। কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা ফেলা হয় না। কিন্তু ছাব্বিশের নির্বাচনকে নজরে রেখে দুর্গাপুজোর উদ্বোধন করতে এলেও, আদপে যে অমিত শাহ বাংলা বিরোধী তা বোঝা যায় ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্টান্ট পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞাপন থেকে। সেখানে পরীক্ষা ফেলে হয়েছে দুর্গাপুজোর সপ্তমী ও নবমীতে। তাহলে কী, বাংলার ছেলে মেয়েরা সেই পরীক্ষায় বসবেন না! নাকি তাঁরা তাঁদের সবচেয়ে বড় উৎসবে অংশ নেবেন না!
–
–
–
–
–
–
–
