Saturday, November 15, 2025

ভারত-বন্ধুর উপর নতুন চাপ ট্রাম্পের! বিদেশি ভিসায় চাকরি করলেই বিরাট ‘খয়রাতি’

Date:

এই ভালো বন্ধুত্বের নমুনা! মোদির সঙ্গে ভালো সম্পর্ক রেখে লাভ কী হচ্ছে? শুল্ক বাড়ানো আর এইচ-১বি ভিসা পাওয়ার রাস্তা কঠিন করা ছাড়া। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একটি নয়া নির্দেশনামায় স্বাক্ষর করেছেন।

নির্দেশনামায় বলা হয়েছে, এবার থেকে এইচ-১বি ভিসার (H-1B visa) জন্য বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিতে হবে। সেটা দেবে মার্কিন সংস্থাগুলি। অর্থাৎ আমেরিকার বাইরে কোনও দেশ থেকে কর্মী নিয়োগ করলেই বছরে মোটা টাকা গুণতে হবে মার্কিন সংস্থাগুলিকে। ফলে চাপ বাড়ল মার্কিনি সংস্থাগুলি এবং চিন্তা বাড়ল ভারতীয় যুবক-যুবতীদেরও। কারণ আমেরিকার বেশিরভাগ টেক কোম্পানিগুলিতে কাজ করছেন ভারতীয় যুবক-যুবতীরা।

এইচ-১বি ভিসার জন্যই আমেরিকার সংস্থাগুলিতে রয়েছে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা। ভারত ছাড়াও চিনের নব প্রজন্মের যুবক-যুবতীদের ক্ষেত্রেও চিন্তা বাড়ল ট্রাম্পের এই নয়া পদক্ষেপ। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবলমাত্র মার্কিনিদের জন্যই এই পদক্ষেপ। বহু দক্ষ কর্মী ভারত ও চিন থেকেই আমেরিকাতে টেক কোম্পানিগুলিতে যায় এছাড়াও মার্কিন সংস্থাগুলির প্রথম পছন্দের তালিকাতেও রয়েছে বিদেশি দক্ষ কর্মীরাই। সেই ইস্যুতে এবার চাপ বাড়ালেন ট্রাম্প।

২০২৪ সালে আমেরিকায় এইচ-১বি ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতের কর্মীরা। ৭১ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানেই চিন। সেখান থেকে ১১.৭ শতাংশ ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে।

১৯৯০ সালে এইচ১বি ভিসা প্রোগ্রাম চালু হয়। বছরে ৮৫ হাজার জনকে ভিসা মঞ্জুর করা হয়। আমেরিকার বর্তমান ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্পও ১৯৯৬ সালে মডেলিংয়ের কাজের জন্য এই ভিসা নিয়ে আমেরিকায় এসেছিলেন। অ্যামাজন, টিসিএস, মেটা, আইবিএম-এর মতো একাধিক কোম্পানি এই ভিসার মাধ্যমে প্রচুর বিদেশি কর্মী নিয়োগ করে। এই ভিসার মাধ্যমে একাধিক মার্কিন কোম্পানি প্রচুর ভারতীয় কর্মীদেরও নিয়োগ করে। ই-মার্কেটার অ্যানালিস্ট জেরেমি গোল্ডম্যান আশঙ্কা করছেন, স্বল্পমেয়াদে প্রোটেকশনিজম সাফল্য হিসেবে মনে হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে আমেরিকার উদ্ভাবনী ক্ষমতা কমিয়ে দিতে পারে এই পদক্ষেপ।

আরও পড়ুন: অস্কারের জন্য বাছাই হল ভারতীয় ছবি: ‘হোমবাউন্ড’-এর নাম ঘোষণা

এইচ-১বি ভিসার আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় এইচ-১বি ভিসা (H-1B visa) নিয়ে যেসব বিদেশি কর্মী যান, তাঁদের বেতন বার্ষিক ৬০ হাজার ডলারের আশপাশে হয়। এখন কোম্পানিগুলিকে আরও ১ লক্ষ ডলার সরকারকে দিতে হবে।

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version