Friday, November 14, 2025

ছাব্বিশের আগে চন্দ্রনাথকে নিয়ে তৎপরতা! ED-র ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারকেরও

Date:

যত ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের বাংলায় সক্রিয় কেন্দ্রীয় এজেন্সির। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha ) হেফাজতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ এনেছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে প্রভাবশালী তত্ত্বে শনিবার তাঁকে ৭দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে ED। শুনানিতে তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন খোদ বিচারক। ইডিকে প্রশ্ন করেন, “আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক তথ্য পেয়েছিলেন। বয়ান নথিবদ্ধ করার পর ১১ মাস পরে কেন চার্জশিট দিলেন? কেন এত দিন অপেক্ষা করলেন?” দুপক্ষের শুনানির পরে রায়দান স্থগিত রাখেন বিচারক। বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা জানিয়ে দিলেন, মঙ্গলবার দুপুর ২টোয় রায় দেবেন তিনি।

সূত্রের খবর, মন্ত্রীকে হেফাজতে নিতে চেয়ে এদিন আদালতে একাধিক নথি পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের অভিযোগ, শিক্ষক নিয়োগ মামলার সঙ্গে সরাসরি যুক্ত চন্দ্রনাথ। ২০১৬ সালের শেষের দিকে বিপুল অঙ্কের টাকা নগদে নিয়েছিলেন বলে অভিযোগ কেন্দ্রীয় সংস্থার। গতবছর মন্ত্রীর বোলপুরের বাড়িতে অভিযান চালিয়ে ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। অভিযোগ, মধ্যে মাত্র ১৯ লক্ষের হিসেব দেখান চন্দ্রনাথ। বাকি টাকার হিসেব দিতে পারেননি বলে আদালতে জানিয়েছে ইডি। ৬ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে হিসেব দিয়েছিলেন চন্দ্রনাথ। তদন্তকারীদের অভিযোগ, ১৯ লক্ষ টাকার উৎস স্পষ্ট নয়। কৃষি কাজ ও রিয়েল এস্টেট থেকে টাকা এসেছে বলে দাবি করলেও তার সপক্ষে কোনও নথি মন্ত্রী দেখাতে পারেননি বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। চার্জশিটের ৩৮ ও ৩৯ নম্বর পাতায় ইডির দাবি, ৯০ লক্ষ টাকা আয়কর বাবদ জরিমানা দিয়েছিলেন চন্দ্রনাথ। কিন্তু সেই টাকার উৎস জানাতে পারেননি। আয়কর রিটার্ন ও প্রকৃত আয়ের মধ্যে বিস্তর গরমিল ধরা পড়েছে বলেও অভিযোগ। শুধু মন্ত্রী নন, তাঁর স্ত্রী ও দুই ছেলের অ্যাকাউন্টেও বিপুল অঙ্কের টাকা জমা হয়েছে।

শনিবারের শুনানিতে তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন খোদ বিচারক। ইডির আইনজীবীকে তাঁর প্রশ্ন, “আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক তথ্য পেয়েছিলেন। বয়ান নথিবদ্ধ করার পর ১১ মাস পরে কেন চার্জশিট দিলেন? কেন এত দিন অপেক্ষা করলেন?” জবাবে ইডির আইনজীবী জানান, “তল্লাশি এবং বয়ান নথিবদ্ধ করার মাঝে পঞ্চম চার্জশিট জমা পড়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছিল। আধিকারিকেরা সেই দিকে ব্যস্ত হয়ে পড়েন।“ পাল্টা চন্দ্রনাথের আইনজীবী ইডি হেফাজতের বিরোধিতা করে বলেন, পরবর্তী তদন্তের জন‍্য অন্য যে কোনও শর্ত দেওয়া হোক। আদালত বললে তদন্তের স্বার্থে ইডির কাছে যাবেন চন্দ্রনাথ।

দুপক্ষের শুনানির পর বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা জানান, মঙ্গলবার দুপুর ২টোয় রায় দেবেন তিনি। আদালত চন্দ্রনাথের অন্তর্বর্তী জামিন বহাল রাখে না কি ইডির আবেদন মেনে নেয় সেটাই দেখার।

Related articles

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...
Exit mobile version