বোনাসের দাবিতে বিক্ষোভ। তার জেরে পুজোর মুখে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের (Dooars) কোহিনুর চা বাগান (Kohinoor Tea Garden)। কাজ হারালেন কমপক্ষে ৯০০ শ্রমিক। শুক্রবারই মালিকপক্ষ চা বাগান ছেড়ে যাওয়ার নোটিশ ঝোলায়। শনিবার, সকাল থেকে কাজ বন্ধ।
কোহিনুর চা-বাগান (Kohinoor Tea Garden) কর্তৃপক্ষের অভিযোগ, বোনাস নিয়ে বিবাদের জেরেই এই সিদ্ধান্ত। জেলা প্রশাসন ও ভিন্ন শ্রমিক ইউনিয়নকে বাগান ছেড়ে চলে যাওয়ার কথা চিঠি লিখে জানিয়েছে কোহিনুর চাবাগান কর্তৃপক্ষ। তাদের দাবি, ৮.৩৩ শতাংশ হারে তারা বোনাস দিতে চেয়েছিলেন। কিন্তু শ্রমিকরা ২০ শতাংশ হারে বোনাসের দাবি জানান। ওই হারে বোনাস নিতে অস্বীকার করায় বৃহস্পতিবার শ্রমিকরা অবরোধ করে চারঘণ্টা কাজ বন্ধ রাখেন।
এরপরই নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। ফলে রাতারাতি কর্মহীন ৯০০ চা শ্রমিক। তৃণমূল নেতা জয়প্রকাশ টোপ্পো বলেন, “বোনাস ইস্যুতে শ্রমদফতরকে হস্তক্ষেপ করার কথা বলেছি। অনেক মালিক কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দিতে অস্বীকার করেছেন। পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলে আশাবাদী।”
–
–
–
–
–
–
–
