ভারত পাক ম্যাচ হবে বিতর্ক হবে না, তাই হয় নাকি, করমর্দন না করেই টসের সময় ফিরে যান দুই অধিনায়ক। পাকিস্তানের ব্যাটিং ইনিংসে জোড়া বিতর্ক।
পাকিস্তানের ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জমান আউট হন ৯ বলে ১৫ রান করে। কিন্তু তাঁর আউট নিয়ে বিতর্ক হল। সঞ্জু স্যামসন যে ক্যাচটি ধরেছেন সেটি বৈধ কি না, তা নিয়ে দ্বিমত অনেকেই। হার্দিকের স্লোয়ার বল ফখরের ব্যাটে কানা ছুঁয়ে উইকেটকিপার সঞ্জুর দিকে যায়। বেশ নিচু হয়ে বলটি গিয়েছিল। সঞ্জু ক্যাচ ধরেই হার্দিকের দিকে দৌড়ে আসেন। ক্যাচটি সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন আছে।
সাহিবজাদা ফারহান অর্ধশতরান করে ব্যাট দিয়ে গুলি চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করলেন সাহিবজাদা ফারহান। সেই ভিডিও হুহু করে ভাইরাল নেটদুনিয়ায়। তা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়।
সাইম আইয়ুব ২১, হুসেইন তালাত ১০ রান করে আউট হন। মহম্মদ নাওয়াজ ১৯ বলে ২১ রান করে আউট হলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে পাকিস্তান।সলমন ১৭ এবং আসরাফ ২০ রানে অপরাজিত থাকেন।
:বিতর্কের আবহে ফের করমর্দন করলেন না ভারত-পাক অধিনায়ক
গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় স্পিনাররা যে ভেল্কি দেখিয়েছিলেন সেটা এই ম্যাচে হল না। ভারতের হয়ে দুবে ৩৩ রানে ২ উইকেট পান। কুলদীপ ৩১ রান খরচ করে একটি উইকেট পেলেন।
