Saturday, November 15, 2025

‘রক্তবীজ ২’ পুজোয়: পরিচালক শিবপ্রসাদ-নন্দিতাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের (Shiboprasad Mukhopadhyay Nandita Roy) সিনেমার দর্শক যে অধীর আগ্রহে ‘রক্তবীজ টু’-র (Raktabeej 2) জন্য অপেক্ষা করছেন সে কথা গোটা বাংলা জানে। এই ছবির রুদ্ধশ্বাস ট্রেলার উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। পুজোর পর্দায় আসছে‘রক্তবীজ ২’। বড়পর্দায় ছবির যাত্রা শুরুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিলেন পরিচালক শিবপ্রসাদ। মুখ্যমন্ত্রীও তাঁকে শুভেচ্ছা জানান।

এদিন শুধু মুখ্যমন্ত্রীই নন, পরিচালক শিবপ্রসাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। ছবির প্রচার ঝলক ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়ে তুলেছে।

এই পুজোয় একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। বাংলা ছবির বাজার চাঙা রাখতে এর আগে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছিল, সব ছবি প্রাইমটাইমে প্রেক্ষাগৃহে চলবে। ফলে উৎসবের মরসুমে দর্শক বাড়তি আনন্দ পেতে চলেছেন।

‘রক্তবীজ ২’ এবার নিয়ে আসছে এক ভিন্ন আবহ। প্রথম ছবিতে খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপট ব্যবহার করা হয়েছিল। এবার পর্দায় ধরা পড়বে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। সূত্রে জানা গিয়েছে, নড়াইলের ভদ্রবিলা গ্রামের ঘোষবাড়ির পরিবেশ— রাধা-গোবিন্দের মন্দির, ঘাটবাঁধানো পুকুর, দালানকোঠা— সব মিলিয়ে দেখা যাবে প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবীর শৈশবের টুকরো স্মৃতি। শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাক্ষাৎ কিংবা গল্পে উঠে আসা ‘ভিলেন মুনির’— এসব ইঙ্গিত ইতিমধ্যেই ছবির ট্রেলারে পাওয়া গিয়েছে। এবার দর্শকের অপেক্ষা বড়পর্দায় সম্পূর্ণ কাহিনি দেখার।

আরও পড়ুন – ট্রাম্প-মোদির সাঁড়াশি চাপে দেশবাসী: মার্কিন ভিসা নীতিতে মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...
Exit mobile version