Friday, November 14, 2025

বড় ছেলের পর দ্বিতীয় মেয়ে! ভোটের আগে অশান্তি RJD ও লালুর সংসারে

Date:

নির্বাচন যত কাছে আসছে ফাটল ধরা পড়ছে বিহারে আরজেডি-র সংসারে। দলের পদ নিয়ে অশান্তিতে এবার সরব লালু কন্যা রোহিনী আচার্য (Rohini Acharya)। বিধানসভায় টিকিট পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শোরগোল। এই বছরই চারিত্রিক সমস্যা নিয়ে অভিযোগের জেরে বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে দল থেকে বহিষ্কার করেছেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। একই বছরে আবার একবার পরিবার থেকে আঘাত লালুর সংসারে।

সম্প্রতি তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সহকারি সঞ্জয় যাদবকে নিয়ে অশান্তি লালুর সংসারে। দলে সঞ্জয়ের গুরুত্ব বাড়ায় ক্ষোভ প্রকাশ লালু কন্যা রোহিনীর (Rohini Acharya)। সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত দেন তিনি। পাল্টা রোহিনীর বিধানসভা টিকিটের লোভ নিয়ে কটাক্ষ সঞ্জয় যাদবের।

পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরে বিধানসভার টিকিটের প্রয়োজন নেই, দাবি করে সোশ্যাল মিডিয়া পোস্ট লালু কন্যা রোহিনীর। সেইসঙ্গে নিজের কিডনি বাবা তথা আরজেডি (RJD) প্রধান লালু প্রসাদ যাদবকে দান করা নিয়েও অতীত স্মরণ করিয়ে দিতে ভোলেননি তিনি।

সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বে ভাঙন দেখা গিয়েছে তেলেঙ্গানার বিআরএস (BRS) শিবিরে। অন্তর্দ্বন্দ্বের প্রশ্ন উঠতেই বিআরএস থেকে মেয়ে কে কবিতাকে (K Kavitha) বহিষ্কার করেছেন বিআরএস প্রধান কে চন্দ্রশেখর। এবার অন্তর্দন্দ্ব আরজেডি-তে। এখানেও বাবা মেয়ের দ্বন্দ্বে সিঁদুরে মেঘ দেখছেন আরজেডি কর্মী, সমর্থকরা।

আরও পড়ুন: ‘দায়িত্বজ্ঞানহীন’ ১০২ দিনেও চূড়ান্ত রিপোর্ট নেই, এয়ার ইন্ডিয়া ক্র্যাশ রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

যদিও আরজেডির একাংশের দাবি, মনোমালিন্য সাময়িক। সম্প্রতি বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রায় ভাই তেজস্বীর (Tejaswi Yadav) পাশেই ছিলেন রোহিনী। যদিও এই বিষয়ে লালু বা তেজস্বী কেউ এখনও মুখ খোলেননি।

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version