Friday, November 14, 2025

ট্রফি পাওয়ার দিনেই ফের চ্যাম্পিয়ন, উৎসবের আনন্দ দ্বিগুণ ইস্টবেঙ্গলের

Date:

ইস্টবেঙ্গলের ( East Bengal) চ্যাম্পিয়নশিপের ডাবল ধামাকা। ট্রফি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন(CFL 2025) হল লাল হলুদ। ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে ৪১তম কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল। ২০২৪ সালের পর ২০২৫ সালেও লিগ চ্যাম্পিয়ন লাল হলুদ।

সোমবার দুপুরে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ২০২৪ এর কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন I এতদিন আদালতের রায়ের জন্য অপেক্ষা করছিলেন ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা। অবশেষে আদালতের রায় পক্ষে যেতেই গত মরশুমের ট্রফি হাতে পেল ইস্টবেঙ্গল দল।

ম্যাচের আগে আনন্দ, ম্যাচের পরে আনন্দ দ্বিগুণ হল। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ড্র করলেই চলতি কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত বিনো জর্জের দল। কিন্তু জিতেই চ্যাম্পিয়ন হল লাল হলুদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর  ম্যাচ শুরু হয় কিছুটা দেরিতে। নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট পরে শুরু হয়। তবে খেলা দেরিতে শুরু হলেও আক্রমণ শুরু করতে একটুও দেরি করেনি ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করে পিভি বিষ্ণু, নসিব রহমানরা।

আরও পড়ুন :এশিয়া কাপে বিসিসিআইয়ের দ্বিমুখী নীতি, করমর্দন বয়কটের নেপথ্যেও শাহি ভাবনা!

ডেভিড লালানসাঙ্গা প্রথমার্ধে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করার চেষ্টা চালিয়ে যায় ইউনাইটেড। ৮৮ মিনিটে গোল শোধ করে ইউনাইটেড। তবে ম্যাচেক শেষ লগ্নে শ্যামল বেসরা জয় নিশ্চিত করলেল এবং দেবীপক্ষের শুরুতেই লাল হলুদ সমর্থকদের একরাশ আনন্দ উপহার দিলেন। শেষ তিন মরশুমে দুইবার লিগ চ্যাম্পিয়ন লাল হলুদ।

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version