Friday, November 14, 2025

বিজেপি শূন্য হলে GST-ও শূন্য হবে: তোপ দাগলেন অভিষেক

Date:

কেন্দ্রের নয়া GST হার নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার ডায়মন্ড হারবারের এক বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “৩০৩ থেকে ২৪০ আসনে নেমে এসেছে বিজেপি, তাই জিএসটিও ২৭ থেকে ১৮ শতাংশে নামাতে বাধ্য হয়েছে। বিজেপি শূন্য হলে জিএসটি শূন্য হবে। এর থেকেই পরিষ্কার, বিজেপি হারলে ট্যাক্স কমে, জিতলে বাড়ে।”

জিএসটি (GST) ছাড় নিয়ে অভিষেক তোপ দেগে বলেন, “চাপে পড়ে জিএসটি কমিয়েছে। আমি আপনাদের বলছি, আরও কমবে। মানুষের কথা ভাবলে আরও আগে কমাতে পারত। কিন্তু ওরা ভাবছিল, ধর্ম দিয়ে দেশ চালাবে। এখন সে খেলাও বন্ধ। তাই অযোধ্যাতেও হেরেছে।”

জিএসটি-র নয়া হার কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছেন, দেশে ‘সাশ্রয় উৎসবের’ সূচনা হচ্ছে। খোঁচা দিয়ে অভিষেক বলেন, এত দিন কি তা হলে জিএসটি ‘লুট উৎসব’ চলেছে? তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, গত লোকসভা নির্বাচনে বিজেপির আসনসংখ্যা ২৪০-এ নেমে গিয়েছে বলেই দেশে জিএসটি কমেছে। অভিষেকের কথায়, “বিজেপি হারলে জিএসটি কমবে। বিজেপি জিতলে জিএসটি বাড়বে।“ মোদি সরকারকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, “কর বাবদ বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছেন? আর কত টাকা দিয়েছেন বাংলাকে?“

গেরুয়া শিবিরকে আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপির কোনও দায়িত্ববোধ নেই। নোটবন্দির সময় কী হয়েছে, তা আমরা জানি। পহেলগাঁওয়ের সময় বলেছিল, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এখন তা হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ কী করে খেলল ভারত?“

Related articles

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...
Exit mobile version