Thursday, November 13, 2025

গিল-অভিষেক ওপেনিংয়ে স্বস্তি দিলেন, জয়ের মধ্যেও থাকছে চিন্তার একাধিক কারণ

Date:

এশিয়া কাপের সুপার ফোরের( Asia Cup Super 4) ম্যাচে পাকিস্তানের  বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল ভারত।  এশিয়া কাপের প্রতিটি ম্যাচে জয়ের স্বস্তির মধ্যেই বেশ কিছু চিন্তার কারণ থাকছে ভারতীয়  দলের ব্যতিক্রম হল না সুপার ফোরের প্রথম ম্যাচেও।

প্রথমেই আসা যাক ভারতীয় দলের ব্যাটিংয়ের কথায়। ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে স্বস্তি দিলেন ভারতের দুই ওপেনার গিল ও অভিষেক। ওপেনিং জুটি ১০৫ রান তুলল । এরপ আগের ম্যাচে ওপেনিং জুটি বড় রান পাচ্ছিল না। গিল এই ম্যাচে ২৮ বলে ৪৭ রান করলেন। পায়ে টান ধরার পরই আউট হলেন।ওপর ওপেনার অভিষেক শর্মা ৩৯ বলে ৭৪ রান করে বিধ্বংসী ইনিংস খেললেন।

তবে ক্যাচ মি্সের প্রবণতা ভাবনায় রাখবে ভারতকে।  প্রথম ক্যাচটা মিস করেন অভিষেক শর্মা। বাউন্ডারি লাইন থেকে অনেকটা ছুটে এসে ক্যাচ তালুবন্দি করতে পারেননি। সেই সুযোগে সাহিবজাদা হাফসেঞ্চুরি করে যান। সাইম আয়ুবের ব্যাটের মাথায় লেগে সোজা কুলদীপ যাদবের হাতে চলে যায়। সেটাও ধরতে পারলেন না।

তারপর অষ্টম ওভার। ফের সাহিবজাদার শট। বাউন্ডারি লাইনে হাত বাড়িয়ে চেষ্টা করেছিলেন অভিষেক। কিন্তু এবারও তালুবন্দি করতে পারলেন না।  আবার ১৮.৫ ওভারে সহজ  ক্যাচ ছাড়েন শুভমান গিল।

ক্যাচ মিসের  একটা কারণ দুবাই স্টেডিয়ামের আলোও হতে পারে। এই স্টেডিয়ামের ছাদ জুড়ে ৩৫০টি আলো বসানো আছে। আর উঁচু ক্যাচের ক্ষেত্রে সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।

ভারতীয় দলের ব্যাটিং নিয়ে পরীক্ষা-নীরিক্ষা থামছে না সুপার ফোরে এসেও।ব্যাটিং সূর্যকুমার যাদব ০ রানে আউট হলেন।  তিন নম্বরে নেমে গত ম্যাচে ভালো খেলেছিলেন সঞ্জু, তাঁর স্থান এই ম্যাচে ফের পরিবর্তন করা হল।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় স্পিনাররা যে ভেল্কি দেখিয়েছিলেন সেটা এই ম্যাচে হল না। ভারতের হয়ে দুবে ৩৩ রানে ২ উইকেট পান। কুলদীপ ৩১ রান খরচ করে একটি উইকেট পেলেন।

একটি উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন পাণ্ডিয়া। টি২০-তে হার্দিকের উইকেট সংখ্যা দাঁড়াল ৯৭। এই ফর্ম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন হার্দিকই।  চাহালের উইকেট সংখ্যা ৯৬।  ১০০টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি অর্শদীপ সিং।

আরও পড়ুন : পাক ব্যাটারের সেলিব্রেশন থেকে সঞ্জুর ক্যাচ, ভারত-পাক ম্যাচে শুরুতেই একগুচ্ছ বিতর্ক

উল্লেখ্য, নির্ধারিত ২০ ওভারে ৫   উইকেট হারিয়ে ১৭১ রান তোলে পাকিস্তান। জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version