উত্তরবঙ্গের বর্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও ক্যানেল মেরামতির জন্য সাড়ে তিন কোটি টাকারও বেশি বরাদ্দ করল রাজ্য সরকার। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, মূলত তিস্তা ও মহানন্দা সেচ বিভাগের অন্তর্গত বাঁধ, ব্যারেজ ও ক্যানেলগুলির ক্ষয়ক্ষতি মেরামতির কাজেই এই অর্থ খরচ হবে।
কোচবিহার জেলায় বরাদ্দ হয়েছে সর্বাধিক ৬৫ লক্ষ টাকা। আলিপুরদুয়ার জেলায় ৬৩ লক্ষ এবং মালদা জেলায় ৪৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ—প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা—রাখা হয়েছে তিস্তা ব্যারেজ, তিস্তা ক্যানেল এবং তিস্তা সেচ বিভাগের মেরামতির জন্য।
প্রশাসন সূত্রে খবর, টানা বর্ষা ও পাহাড়ি জলোচ্ছ্বাসে তিস্তা ও মহানন্দা অববাহিকার একাধিক বাঁধে ফাটল ও ধস নামে। এতে গ্রামীণ এলাকায় জমি ও ফসলের উপর বিপদের আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতেই জরুরি পদক্ষেপ হিসেবে বাঁধ সংস্কার, ক্যানেল মেরামতি এবং সেচব্যবস্থা মজবুত করার জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
সরকারি নির্দেশ, বর্ষা শেষ হতেই দ্রুত মেরামতির কাজ শুরু হবে। প্রশাসনের আশা, কাজ সম্পূর্ণ হলে আগামী মরশুমে কৃষকদের জন্য সেচজল সরবরাহ নিশ্চিত হবে এবং সম্ভাব্য বন্যার ঝুঁকি অনেকটাই কমে আসবে।
আরও পড়ুন – ডাওহিলের জঙ্গলে ব্ল্যাক প্যান্থার: নিশ্চিত করলো বন দফতরের ক্যামেরা
_
_
_
_
_
_
