Friday, November 14, 2025

‘দায়িত্বজ্ঞানহীন’ ১০২ দিনেও চূড়ান্ত রিপোর্ট নেই, এয়ার ইন্ডিয়া ক্র্যাশ রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Date:

AI 171, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রিপোর্টে ‘পাইলটের ভুল’-দাবিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্টের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলার উত্তরে শীর্ষ আদালত জানায়, এভাবে প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে পাইলটদের দোষ দেওয়া একেবারেই ‘দায়িত্বজ্ঞানহীন এবং দুর্ভাগ্যজনক’ একটা কাজ।

গত ১২ জুন টেকঅফের কিছুক্ষণের মধ্যে গুজরাটের মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার বিমান। মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজ হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এই দুর্ঘটনায় ২৪১ জন বিমানযাত্রী ও ক্রু-সহ মোট ২৬০ জন প্রাণ হারিয়েছিলেন। এই প্রসঙ্গে এদিন শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কে সিংহের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, যদি আগামীকাল কেউ দায়িত্বজ্ঞানহীনভাবে বলে যে যেকোন একজন পাইলট দোষী ছিলেন, তাহলে তাঁদের পরিবারকে ভর্ৎসনার মুখে পড়তে হবে। কিন্তু যদি পরে চূড়ান্ত তদন্ত রিপোর্টে তাঁদের কোনও দোষ না পাওয়া যায় তাহলে কী হবে? দুর্ঘটনার ১০২ দিন পেরিয়েছে। এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি কেন এই প্রশ্নও তোলা হয়। কেন্দ্র এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে এই মর্মে নোটিশ পাঠিয়ে মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। অন্তর্বর্তীকালীন একটি রিপোর্টে একটি লাইন ছিল যার থেকে পাইলটদের দোষী সাব‍্যস্ত করা হয়েছে কিন্তু বিমানের টেকনিক্যাল কারনেই ইঞ্জিন সুইচ বন্ধ হয়ে থাকতে পারে বলেই মনে করা হয়েছে। বিমান দুর্ঘটনার সঠিক কারণ আজও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ককপিটের অডিও রেকর্ডিং অনুযায়ী, পাইলটদের কথোপকথনে জ্বালানি সরবরাহ বন্ধের কথা জানা গিয়েছিল। এতে পাইলট ত্রুটির বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিক জীববিদ্যায় প্রশ্নপত্রে ‘ভুল’! নম্বর নিয়ে নির্দেশিকা সংসদের

উল্লেখ্য, এএআইবির পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছে সেই ৫ সদস্যের টিমে ৩ জন ডিজিসি-এর আধিকারিক আছেন। কিন্তু দুর্ঘটনায় যাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদেরই কর্মী নিরপেক্ষ তদন্ত কীভাবে করবেন এই নিয়ে প্রশ্ন উঠল আদালতে। বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সব তথ‍্য প্রকাশ‍্যে আনার পক্ষে রায় দেন নি তবে সব পক্ষের জন‍্য নোটিস ইস‍্যু করা হয়েছে ।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version