Saturday, November 15, 2025

কীসের প্রতিদ্বন্দ্বিতা? হেলায় হারিয়ে পাকিস্তানকে চরম কটাক্ষ সূর্যকুমারের

Date:

এশিয়া কাপের গ্রুপ পর্বের মতো সুপার-৪ পর্বেও( Asia Cup Super 4) পাকিস্তানকে হেলায় হারিয়েছে  ভারত। বিগত কয়েক বছর ধরেই আইসিসি বা এসিসি ইভেন্টে যখনই পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত তখনই প্রতিপক্ষকে হারিয়েছে। ম্যাচ জিতে প্রতিপক্ষ দলকে কটাক্ষ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakuar Yadav)।

ভারত এশিয়া কাপে পাকিস্তানকে ১২তম বার হারিয়েছে। আর ভারত হেরেছে মাত্র ৩ বার। সেই নিরিখে ভারত ১২-৩ ব্যবধানে এগিয়ে। এই একতরফা জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সাফ জানিয়ে দিয়েছেন, ভারত বনাম পাক ম্যাচটি এখন আর প্রতিদ্বন্দ্বিতার (রাইভ্যালরি) পর্যায়ে পড়ে না।

রবিবার ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে সূর্য কুমার প্রতিপক্ষ দল সম্পর্কে বলেন, এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার প্রশ্ন করা বন্ধ করা প্রয়োজন।

আরও পড়ুন :ভারত-পাকিস্তান মেগা ম্যাচের স্কোরশিট দেখে নিন এক ঝলকে

এখানেই থেমে না থেকে সূর্যকুমার আরও বলেন,  যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, “সেটাকে তুল্যমূল্য ক্রিকেট বলা যায়। পরিসংখ্যান আমার জানা নেই। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।”-

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version