দুর্গোৎসবের সূচনাতেই সামাজিক উদ্যোগে নজর কাড়ল হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস। নবনির্বাচিত সহ-সভাপতি অর্ণব রায়ের প্রয়াসে উত্তরপাড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচি।

পুজোর আগে কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাঁদের মুখে হাসি ফোটালেন যুব সহ-সভাপতি অর্ণব রায়। একইসঙ্গে কয়েকশো মানুষ অংশ নিলেন রক্তদানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, মহিলা নেত্রী শিল্পী চট্টোপাধ্যায়, পুরপ্রধান দিলীপ যাদব, অমিত রায়, শহর সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ-সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

অর্ণব রায় জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বছর সাধারণ মানুষের পাশে থাকি। পুজোর সময় রক্তের সংকট মেটাতে এবং সবার আনন্দে শরিক হতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন – রাধাকান্ত দেবের জীবনী প্রকাশ, লেখক উত্তরসূরি সৌমিতনারায়ণ দেব

_

_

_

_

_
_