Monday, November 17, 2025

ভোটার তালিকা নিয়ে জালিয়াতি রুখতে নতুন ব্যবস্থা, চালু হল আধার-ভিত্তিক ই-সাইন যাচাই 

Date:

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও ভুয়ো আবেদন ঘিরে দীর্ঘ বিতর্কের অবসান ঘটাতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা নাম বাদ দেওয়ার মতো সব আবেদনেই বাধ্যতামূলক করা হল আধার-ভিত্তিক ই-সাইন যাচাই।

ইসিআই নেট পোর্টাল ও মোবাইল অ্যাপে চালু হয়েছে এই নতুন ব্যবস্থা। আবেদনকারী ফর্ম পূরণের পর সরাসরি একটি বহিরাগত ই-সাইন পোর্টালে চলে যাবেন। সেখানে আধার নম্বর দিতে হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে যাবে একটি ওটিপি। সেই ওটিপি প্রবেশ করালেই পরিচয় যাচাই সম্পন্ন হবে এবং ফর্ম জমা দেওয়া যাবে।

কমিশনের দাবি, এতদিন ফর্ম ৬ (নতুন ভোটার), ফর্ম ৭ (নাম বাদ) এবং ফর্ম ৮ (সংশোধন) যাচাই ছাড়াই জমা দেওয়া যেত। সেই সুযোগে ভোটার কার্ডের অপব্যবহার বেড়ে গিয়েছিল। নতুন প্রক্রিয়ায় ভুয়ো আবেদন বা পরিচয় চুরির সুযোগ থাকবে না।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি কর্ণাটকের আলান্দ কেন্দ্রে প্রায় ৬,০০০ ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ ছিল, প্রকৃত ভোটারের পরিচয় ব্যবহার করে অন্য নম্বর থেকে ফর্ম জমা দেওয়া হয়েছিল। সেই ঘটনার পরই কমিশন নতুন প্রযুক্তি-নির্ভর ই-লক ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনের বক্তব্য, এই পদক্ষেপে ভোটার তালিকা আরও স্বচ্ছ হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা বাড়বে।

আরও পড়ুন – বিধানসভা ভোটের আগে অবৈধ লেনদেনে কড়া নজরদারি শুরু কমিশনের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...
Exit mobile version