Sunday, November 16, 2025

কেন্দ্রের নীতির জন্য অনিশ্চিত এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ

Date:

কেন্দ্রের কড়া নীতির জন্য এশিয়ান গেমসে (Asian Games) অংশগ্রহণ অনিশ্চিত ভারতীয় ফুটবল দলের (Indian Football Team)। আগামী বছর জাপানে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে,  পদক জয়ের সম্ভাবনা রয়েছে এমন প্রতিযোগী বা দল পাঠানো হবে। বিগত কয়েকটি টুর্নামেন্টে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলের পারফরম্যান্স মোটেই ভালো নয়। ফলে আসন্ন এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর ক্ষেত্রে আগ্রহী নয় ক্রীড়ামন্ত্রক।

এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার জন্য ইতিমধ্যেই এক নির্দেশিকা জারি করেছে ক্রীড়ামন্ত্রক। দলগত ইভেন্টগুলির ক্ষেত্রে এশিয়ান ক্রমতালিকায় প্রথম আটটি দলের মধ্যে থাকতে হবে। সেখানে স্পষ্ট বলা—ফুটবল, হকি বা রিলে-ডাবলসের মতো দলগত খেলায় কেবল সেই দলই যাবে, যারা গত এক বছরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা আটে শেষ করেছে, অথবা বর্তমানে এশিয়ার টপ-৮–এ রয়েছে।

ক্রীড়া মন্ত্রকের নয়া নীতির ৪.১.৩ নম্বর অংশে উল্লেখ করা হয়েছে, দলগত ইভেন্টগুলিতে এশিয়ার মধ্যে র‍্যাঙ্কিংয়ে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। ঘটনাচক্রে পুরুষ বা মহিলা, দুই দলই ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে নেই। ভারতীয় পুরুষদের দল এই মুহূর্তে এশিয়ার মধ্যে ২৪ নম্বরে। মহিলা দলের এশিয়ান র‍্যাঙ্কিং ১২।

ফলে ক্রীড়ামন্ত্রকের নতুন নীতি অনুযায়ী দু’দলেরই ছাড়পত্র পাওয়া কঠিন। তবে ভারতীয়  মহিলা ফুটবল দলের কাছে একটি সুযোগ থাকছে। আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করবেন সঙ্গীতা-রিম্পারা। সেই টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনালে পৌঁছলে এশিয়ান গেমসে ছাড়পত্র পেতে পারেন তাঁরা।

আরও পড়ুন :এশিয়া কাপের ফাইনালে ভারত, ব্যাটিং নিয়ে পরীক্ষা অব্যাহত গম্ভীরের

সঙ্গত, ২০১৮ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলকে অনুমতি দেওয়া হয়নি একই কারণে। ২০২৩ হাংঝৌ গেমসেও শুরুতে বাদ পড়েছিল দল। শেষ মুহূর্তে নিয়ম শিথিল করে নামতে দেওয়া হয়।

Related articles

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...
Exit mobile version