Saturday, November 15, 2025

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে, ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

Date:

তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শনিবার রাতে মৃতের সংখ্যা ছিল ৩৬। রবিবার ভোরে ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন। আহতদের মধ্যে ৫১জন ভর্তি আইসিইউতে।

শনিবার ৪০০ কিলোমিটার দূরে করুরে অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের সভা ছিল। জনপ্রিয় অভিনেতার সভায় বিপুল জন সমাগম হয়।  ৬ ঘণ্টা ধরে বিজয়ের অপেক্ষা করে অবশেষে সমাবেশ শুরু হয়। কিন্তু বক্তৃতা চলাকালীন ভিড়ের মাঝেই ঘটে যায় বিপত্তি।

মধ্যরাতেই আহতদের সঙ্গে দেখা করতে কারুরের সরকারি মেডিক্যাল কলেজে যান  তামিলনাড়ুর  মুখ্যমন্ত্রী স্ট্যালিন। আহতদের কয়েক জনের সঙ্গে কথা বলেন তিনি। তামিলনাড়ু সরকার পক্ষ থেকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে এক লক্ষ টাকা। ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রবিবার ভোরে সাংবাদিকদের জানিয়েছেন, “তদন্তে সত্য উঠে আসবে। আমি রাজনৈতিক উদ্দেশে কোনও মন্তব্য করতে চাই না। সত্য প্রকাশ্যে আসার পরেই কঠোর পদক্ষেপ করা হবে।” ইতিমধ্যেই মামলা রজু করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন : শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

তামিলনাড়ু পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জি ভেঙ্কটরমন এই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, “সভার আয়োজকরা ১০ হাজার লোকের জমায়েতের কথা বলেছিলেন। কিন্তু তার তিন গুণ লোক সভায় যোগ দিয়েছিলেন।’’

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version