Tuesday, November 11, 2025

নবমী–দশমীতে বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠীর আনন্দে মাতলো শহর 

Date:

উৎসবের আবহে রঙিন কলকাতা। মহাষষ্ঠীর সকাল থেকেই শহরের উত্তর থেকে দক্ষিণে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। সাগরে জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা উপেক্ষা করে প্যান্ডেল দর্শনে বেরিয়ে পড়েছেন আট থেকে আশি। দেবীর বোধনের পর থেকেই ভিড় জমেছে টালা প্রত্যয়, হাতিবাগান, আহিরিটোলা থেকে শুরু করে সুরুচি, চেতলা, ত্রিধারা—শহরের নামী পুজো মণ্ডপে। কোথাও তিলধারণের জায়গা নেই। সঙ্গে চলছে টুকটাক খাওয়া-দাওয়া, সেলফি তোলার হিড়িক।

রবিবার সকাল থেকে রোদ-ঝলমলে আকাশে খানিক ভ্যাপসা গরম থাকলেও মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। তবে তা ভিড়ের উৎসাহে কোনও প্রভাব ফেলতে পারেনি। নতুন পোশাক পরে পরিবার, বন্ধুবান্ধব কিংবা সঙ্গীকে নিয়ে একের পর এক মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষ। কারও প্রথম পুজোর রোমাঞ্চ, কারও বা দীর্ঘ জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে স্মৃতি বন্দি করার ব্যস্ততা—সব মিলিয়ে ষষ্ঠীর সকাল থেকেই উচ্ছ্বাসে ভরপুর শহর।

ভিড় সামলাতে রাস্তায় নেমেছে কয়েক হাজার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। যান চলাচল সচল রাখতে চলছে কড়া নজরদারি। বনেদি বাড়ির পুজোগুলিতেও দর্শনার্থীদের ঢল। রাত যত বাড়ছে, ততই বেড়েছে মানুষের ভিড়। সন্ধ্যা নামতেই আলোর রোশনাইয়ে ঝলমলে কলকাতা যেন এক অন্য জগৎ—যেখান থেকে চোখ ফেরানো দুষ্কর।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নবমী ও দশমীতে বৃষ্টি বাড়তে পারে। তাই ষষ্ঠীর এই জনসমুদ্র দেখে অনেকেই আশঙ্কা করছেন, পরের দিনগুলোয় ভিড় উপভোগে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। তবুও আপাতত ষষ্ঠীর রঙিন সাজে ডুবে রয়েছে মহোৎসবমুখর নগরী।

আরও পড়ুন – বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ ওড়াল বিদ্যুৎ দফতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version