Thursday, November 13, 2025

ঠাকুর দেখল বসিরহাটের ৫০ অনাথ শিশু, সৌজন্যে তৃণমূল ছাত্র পরিষদ

Date:

ওদের হাত ধরে ঠাকুর দেখানোর কেউ নেই। তাই কী দুর্গাপুজোর এই আলো, রোশনাই থেকে দূরে থাকবে ওরা? সেটা হলে যে মা উমাও শান্তি পাবেন না ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়ি এসে। কারণ ওরাও যে মায়ের সন্তান। নিজেদের মা-বাবা ছেড়ে গেলেও কোনও না কোনও মাধ্যমে মা উমা ওদের নিজের কাছে টেনে নেবেনই। আর এবার সেই মাধ্যম বসিরহাটের তৃণমূল ছাত্র পরিষদ। সপ্তমীতে মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখল বসিরহাটের অনাথ শিশুরা।

বসিরহাটের দুটি অনাথ আশ্রমের প্রায় ৫০ জন কচিকাঁচার তাদের হাত ধরে বসিরহাটের বড় বড় পুজো প্রদক্ষিণ করালো তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা। দুটি বাস ভাড়া করে পুরো পিকনিকের মুডে বসিরহাটের বিভিন্ন মণ্ডপে ঘোরানো হল। আর পিকনিক মানেই খাওয়া দাওয়াও থাকবেই। মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। উদ্দেশ্য অনাথ ওই কচিকাচাদের মুখে হাসি ফোটানো।

ঠাকুর দেখতে বেরোনো এক শিশুর কথায়, ‘আমাদের বাবা-মা বা পরিজন তো কেউ নেই। তাই এই দাদা দিদিরা প্রতিবছরই আমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে নিয়ে যায় এবং রকমারি খাবার খাওয়ায়। আমরা যা পেয়ে খুবই উচ্ছসিত।’

আরও পড়ুন: শোভাবাজার রাজবাড়িতে প্রতিমা দর্শন, রাজ্যবাসীকে বাংলায় শুভেচ্ছা রাজ্যপালের

এই কর্মকান্ডের মূল উদ‍্যোক্তা বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এই বাচ্চাদের মুখে হাসি ফোটানো। প্রতি বছরই আমরা এই শিশুদের নিয়ে ঠাকুর দেখতে বের হই। সারা বছর ধরে আমরা ছাত্র-ছাত্রীরা নিজেদের পয়সা জমিয়ে তাদের আনন্দের ব্যবস্থা করি।’

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version