Friday, November 14, 2025

শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

Date:

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার কণ্ঠে শোনা গেল জন গণ মন। শাড়ি পড়েই সংগীত পরিবেশন করেন বঙ্গ কন্যা। এ বারের বিশ্বকাপের সঙ্গীত ‘ব্রিং ইট হোম’-ও গেয়েছেন শ্রেয়া।

থিম্যাটিক ভিজ্যুয়াল এবং মঞ্চের কার্যক্রমের সঙ্গে সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে শ্রেয়ার এই পরিবেশনা ভারতের মাটিতে ১২ বছর পর অনুষ্ঠিত মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনকে স্মরণীয় করে রাখল।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া গেয়ে শোনান মহিলা ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’।  গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত অসমের বিখ্যাত গায়ক জুবিন গার্গকে স্মরণ করে ৪০ মিনিটের সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রেয়া ঘোষাল মঞ্চে একসঙ্গে গান করেন অসমের গায়ক পাপন (অংরাগ মহন্ত), জয় বারুয়া এবং শিলং চেম্বার কায়ারের সঙ্গে। তাঁদের সম্মিলিত পরিবেশনা গার্গের স্মৃতিকে শ্রদ্ধা জানায়।

আইপিএলের গত মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গেয়েছিলেন শ্রেয়া।প্রথম বার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের। ম্যাচ শুরুর আগে হরমনপ্রীতদের সাজঘরে যান শ্রেয়া, সেখানেও রিচাদের গান শোনান। শ্রেয়ার গানে মুগ্ধ সকলে।

আরও পড়ুন :নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

গুয়াহাটিতে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেছে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।আটটি দল অংশগ্রহণ করছে মহিলাদের এক দিনের বিশ্বকাপে। রাউন্ড রবিন লিগের পর প্রথম চারটি দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২ নভেম্বর।

 

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version