দক্ষিণে কাটছে দুর্যোগ, চাপ বাড়ছে উত্তরে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণের জেলায় সাময়িক বৃষ্টি (Rain) হলেও, ২৪ ঘণ্টা পরে তা কমে আসবে। কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুরে এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মৎস্যজীবীদের আরও ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ওড়িশার (Orissa) দক্ষিণে এখনও একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। স্থলভাগে প্রবেশ করে ক্রমশ শক্তি হারাবে সেটি। ছত্তিশগড়ে গিয়ে ফের সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকাল থেকে আকাশ মেঘলা হলেও পরে মেঘ কাটবে কলকাতা-সহ আশপাশে অঞ্চলে। তবে মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা।
সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির (Rain) সম্ভাবনা বেশি। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে।
শনিবার প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস।
–
–
–
–
–
–
