Tuesday, November 18, 2025

জল ছেড়েছে ডিভিসি: প্রস্তুতি রাজ্য প্রশাসনের, বৈঠকে মুখ্যসচিব

Date:

উৎসবের মরশুম শেষ হওয়ার আগেই বাংলাকে বানভাসি করার চেষ্টায় কেন্দ্রের সরকার। ডিভিসির (DVC) অনিয়ন্ত্রিত জল ছাড়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্য প্রশাসন প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের মানুষকে শীতের শুরুর আগে ‘ম্যান মেড ডিজাস্টার’ থেকে রক্ষা করার জন্য।

শুক্রবার সন্ধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) নবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে তিনি পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা, নদীগুলির জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠানো এবং বন্যা পরিস্থিতি তৈরি হলে দ্রুত রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেন। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ ও অন্যান্য জেলার নদীগুলির ওপর নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ডিভিসির আধিকারিকদের সঙ্গেও কথা চালাচ্ছে রাজ্য। যাতে আরও জল ছেড়ে সংকট না বাড়ায় ডিভিসি (DVC)। পাশাপাশি উৎসবের মধ্যে কেন রাজ্যকে আগাম না জানিয়ে এত বিপুল জল ছাড়া হল তা জানতেও চিঠি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এবং আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। স্বাস্থ্য দফতরকেও জলবাহিত রোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে আগামী কয়েক দিনের বৃষ্টিপাত ও ডিভিসির জলছাড়া নিয়ন্ত্রণের ওপর।

আরও পড়ুন: পুজো শেষের আগে ভাসাচ্ছে বাংলাকে: জল ছাড়ার তথ্য পেশ মুখ্যমন্ত্রীর

মোকাবিলায় জরুরি পদক্ষেপ :
পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে
বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত
নদীগুলির জলস্তর পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠানো হচ্ছে
নদী-তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে সতর্কতা জারি
বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু
আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে
স্বাস্থ্য দফতরকে প্রয়োজনীয় নির্দেশ

Related articles

লঙ্ঘিত লোকপালের নিয়ম! দিল্লি হাই কোর্টের দ্বারস্থ মহুয়া

সংসদে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’-এর অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট...

আন্দুল বাইক সারানোর গ্যারাজে আগুন, মৃত্যু মালিকের

বাইক সারানোর গ্যারাজে (Garage) আগুন। মঙ্গলবার দুপুরে হাওড়ার (Howrah) আন্দুল রোডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গ্যারাজের মালিক সন্দীপ...

অশোকনগরে কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

প্লাইউড কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashokenagar)। প্লাইউড তৈরিতে দাহ্য পদার্থ ব্যবহার...

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে সুখবর: ৫০ হাজার কর্মসংস্থানের আশ্বাস, বুধবার থেকে পোর্টালে আবেদন গ্রহণ

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ নিয়ে সুখবর। বুধবার, থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ...
Exit mobile version