টেস্টে জয় দিয়েই ঘরের মাঠে অধিনায়কত্বের সূচনা করলেন শুভমান গিল। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের(IND vs WI) বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস ও ১৪০ রানে জিতল ভারত। সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া (Team India)।

ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজটা ভালো কাটেনি ভারতের। ২০২৪-র অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল ভারতকে। বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশা জনক পারফরম্যান্স করে ভারত। তারপর ভারতীয় ক্রিকেটে ব্যাপক বদল এসেছে। অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ইংল্যান্ড থেকে সিরিজে সমতা রেখে ফিরেছে ‘নতুন ভারত’।

নতুন ভারত ঘরের মাঠে বড় ব্যবধানে জয় পেল। নিজের নেতৃত্বের দক্ষতা আরও প্রমাণ করলেন গিল। ব্যাট হাতে স্বস্তি দিয়েছেন কেএল রাহুল, জুরেল, জাদেজা। পন্থের অনুপস্থিতিতে জুরেল যে দায়িত্ব নিতে তৈরি সেটা বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে অল রাউন্ড পারফরম্যান্স বজায় রেখেছেন জাদে্জা। রোহিত-বিরাট-অশ্বিনরা অবসর নেওয়ার পর ভারতীয় দলে অন্যতম সিনিয়র সদস্য জাড্ডু।

শেষ এশিয়া কাপে ফিল্ডিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্ত ঘরের মাঠে ফিল্ডাররা ভালো প্রদর্শন করলেন। নীতীশ রেড্ডি, জয়সওয়ালরা দুরন্ত ক্যাচ নিলেন। উড়ন্ত ক্যাচ নেন নীতীশ কুমার রেড্ডি। মহম্মদ সিরাজের বলে স্কোয়্যার লেগে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্ধর্ষ ক্যাচ নেন নীতীশ। তাঁর এই ক্যাচ দেখে জন্টি রোডসের কথা মনে করিয়ে দেয়।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৬২ রান। যার জবাবে প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৫ উইকেটে ৪৪৮। টিম ইন্ডিয়া এগিয়ে ছিল ২৮৬ রানে।ম্যাচের তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি ভারত। শুক্রবারের ৫ উইকেটে ৪৪৮ রানেই ডিক্লেয়ার করে দেন গিল।

আরও পড়ুন:বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পথ কুকুরদের হানা, অস্বস্তিতে আয়োজকরা

২৮৬ রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামান ভারতীয় দলের অধিনায়ক। অহমদাবাদের ২২ গজে প্রথম দিন থেকেই বল ঘুরেছে। ম্যাচের প্রথম দিন গড়ে বল ঘুরেছে ২.৪ ডিগ্রি। দ্বিতীয় দিন তা বেড়ে হয় ৩.৪ ডিগ্রি। শনিবার সকাল থেকে গড়ে বল ঘুরেছে ৩.৯ ডিগ্রি। সঙ্গে অসমান বাউন্স। তারই পুরো সুযোগ নিলেন সিরাজ-জাদেজরা। জাদেজা নেন মোট চার উইকেট, সিরাজ তিন, কুলদীপ নেন দুটি এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন। ম্যাচের সেরা হলেন জাদেজা।

–

–

–
–