প্রকাশ্যে সম্পর্কে সিলমোহর দেননি কোনদিনই। তাই খুব স্বাভাবিকভাবেই দক্ষিণী তারকা জুটিকে ঘিরে জল্পনার পাহাড় তৈরি হয়েছিল। এবার বাগদান সেরে সব অপেক্ষার অবসান ঘটালেন রশ্মিকা মান্ধানা ও বিজয় দেবেরকোণ্ডা (Rashmika Mandanna and Vijay Deverakonda)। হ্যাঁ ঠিকই পড়ছেন, বহু প্রতীক্ষিত সুপারহিট জুটির একসঙ্গে পথ চলার প্রথম ধাপ সম্পন্ন। যদিও যুগলে শুভকাজ একেবারেই নিভৃতে সেরেছেন। শনিবার সকালে জানা গেল বিয়ের দিনক্ষণও নাকি পাকাপাকি করে ফেলেছে দুই পরিবার। খবর প্রচার হতেই শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায় (Social media)।
কখনও দক্ষিণের শহরের ইতি-উতি তাঁদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে, তো কখনও দূরে কোথাও একই লোকেশানে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন তাঁরা। মুখোমুখি হলে যতবারই একে অন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, “ভালো বন্ধু” দাবি করে হাসিমুখে উত্তর এড়িয়ে গেছেন। কিন্তু অস্বীকার করেননি। এবার সব জল্পনার অবসান। বিজয় এবং রশ্মিকা এখনো পর্যন্ত একসঙ্গে দুটি ছবি করেছেন। আর তাতেই তাঁদের কেমিস্ট্রি চর্চার শিরোনামে। পাত্র-পাত্রীর একে অন্যের বাড়িতে যাতায়াতের খবর আগেই ছিল, এবার জানা গেল দুই পরিবারের সম্মতিতেই আংটি বদল হয়েছে।
সূত্রের খবর আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স মরশুমে সাতপাকে ঘুরবেন তারকা জুটি। বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রশ্মিকা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন ন্যাশনাল ক্রাশ-এর খেতাব পাওয়া রশ্মিকা আর দক্ষিণ ভারতের সিনে ইন্ডাস্ট্রির ‘কবির সিং’ বিজয়ের বিয়ে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা।

–

–

–

–

–

–

–

–
