আজ দুর্গাপুজো কার্নিভালে নিজের পারফরম্যান্স দেখাবেন অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বডিগার্ড লাইনসের হয়ে কার্নিভালে উপস্থিত হবেন ‘দামিনী’। সঙ্গে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথম পুজোর কার্নিভালে থাকছেন তিনি তাই স্বাভাবিকভাবেই বেশ আনন্দের সঙ্গেই তিনি জানান খুব ছোট পারফরম্যান্স। আরও একটু বেশি হলে ভাল হতো। কোরিয়োগ্রাফার অভিরূপের কাছ থেকে মন দিয়ে নাচ শিখেছেন। খুবই এক্সাইটেড তিনি।

তিনি বলেন, ‘’বাংলার সঙ্গে আমার অনেক পুরোনো সম্পর্ক। অনেকেই হয়ত জানেন না আমি বাংলা-বিহার বর্ডারের একটা ছোট্ট জায়গায় জন্মেছি। বাঙালি বন্ধুদের সঙ্গে খেলতাম এবং তাঁদের বাড়িতে বড় হয়েছি। এখনও বাংলা বলতে পারি।’’ এই নাচ কোরিয়োগ্রাফ করেছেন ওডিশি নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত।”

কেরিয়ারে যখন সর্বোচ্চ স্তরে তিনি সেই সময়ে বিয়ে করে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে তিনি যে ঘোর সংসারী সেটাও বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেই দিলেন, ‘‘আমি সব সময়ে বিয়ে করতে চেয়েছিলাম। আমার সন্তান সংসার হোক সেই ইচ্ছে ছিল। তাই যখন বিয়ে করি, কেরিয়ার-দেশ ছেড়ে দিই, মন থেকে প্রস্তুত ছিলাম। কোনও আক্ষেপ নেই। আমি গাড়ি চালাতে ভয় পেলেও আমেরিকা গিয়ে শিখতে হয়েছে। রান্না করতে ভালোবাসি না, একেবারেই পারিও না। সেই রান্নাই স্বামী-সন্তানরা খেয়েছে। এই ভাবেই শিখেছি।”

আগামীর পরিকল্পনা সম্পর্কে খুব বেশি তথ্য না দিলেও তিনি জানান, নতুন ফিল্ম বা সিরিজের অনেকগুলো স্ক্রিপ্ট শুনেছেন। কিছু কথা এগিয়েছে। কিছু দিনের মধ্যেই দর্শকরা তাঁকে নতুন কোনও চরিত্রে দেখতে পাবেন বলেই আশা করছেন তিনি। তাঁর কালজয়ী সেই সিনেমা ‘দামিনী’র প্রসঙ্গ তুলেই অভিনেত্রী বলেন, ‘’সেখানেও কিন্তু দুর্গা মা ছিলেন। আমার চালিকা শক্তি হলেন দেবী। তাই এবার পারফর্ম করার সুযোগ পেয়ে মনে হল যেন ঈশ্বরের জন্যই এই সুযোগ পাচ্ছি।’’

–

–

–

–

–
