Monday, November 17, 2025

বিপর্যস্ত উত্তরবঙ্গে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উদ্বিগ্ন পরিবার

Date:

উত্তরবঙ্গের (North Bangal) সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিমাদ্রি পুরকাইত (Himadri Purokait)। বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে শনিবার রাত থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। এদিকে ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে বিপর্যস্ত এলাকায়। শেষ পাওয়া খবরে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

দক্ষিণ ২৪ পরনগার কামারপোলের বাসিন্দা হিমাদ্রি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ছোট থেকেই ভ্রমণের পিপাসু হিমাদ্রি। পরবর্তীকালে সেটাই তাঁর পেশা। একটি হোম স্টে কটেজে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন। সেপ্টেম্বরের বাইশ তারিখ হিমাদ্রি সুকিয়াপোখরিতে যান। শনিবার রাত ১০টায় শেষবার কথা হয় পরিবারের সঙ্গে।

রবিবার সকাল থেকে আর কোনওরকম যোগাযোগ করতে পারছে না হিমাদ্রির (Himadri Purokait) পরিবার। তাঁর মা জানান, শনিবার রাতে রোজকার মতোই কথা হয় ছেলের সঙ্গে। তখনই হিমাদ্রি জানান, সেখানে বৃষ্টি হয়ে গিয়েছে। রবিবার সকালে সংবাদ মাধ্যমে উত্তরবঙ্গের বিপর্যয়ের খবর শুনে যতবারই মা ফোন করেছেন, ততবারই পুত্রের ফোন সুইচড অফ বলেছে। কোনও যোগাযোগ করা যায়নি।

এদিকে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফুঁসছে করলা-তিস্তা-বালাসন-সহ একাধিক নদী। জলের তোড়ে ভেসে গিয়েছে সেতু, নদীতে মিশেছে বাড়ি-ঘর, ধসের কবলে রাস্তা। বিপর্যস্ত উত্তরবঙ্গে ছেলে কেমন আছে- এখন সেই চিন্তায় ঘুম হয়েছে পুরকাইত পরিবারের।

 

Related articles

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...
Exit mobile version