উত্তরবঙ্গের (North Bangal) সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিমাদ্রি পুরকাইত (Himadri Purokait)। বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে শনিবার রাত থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। এদিকে ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে বিপর্যস্ত এলাকায়। শেষ পাওয়া খবরে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
দক্ষিণ ২৪ পরনগার কামারপোলের বাসিন্দা হিমাদ্রি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ছোট থেকেই ভ্রমণের পিপাসু হিমাদ্রি। পরবর্তীকালে সেটাই তাঁর পেশা। একটি হোম স্টে কটেজে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন। সেপ্টেম্বরের বাইশ তারিখ হিমাদ্রি সুকিয়াপোখরিতে যান। শনিবার রাত ১০টায় শেষবার কথা হয় পরিবারের সঙ্গে।
এদিকে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফুঁসছে করলা-তিস্তা-বালাসন-সহ একাধিক নদী। জলের তোড়ে ভেসে গিয়েছে সেতু, নদীতে মিশেছে বাড়ি-ঘর, ধসের কবলে রাস্তা। বিপর্যস্ত উত্তরবঙ্গে ছেলে কেমন আছে- এখন সেই চিন্তায় ঘুম হয়েছে পুরকাইত পরিবারের।
–
–
–
–
–
–
