Monday, November 17, 2025

উত্তরের প্লাবন পরিস্থিতিতে উদ্বেগ ,নবান্নে চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

Date:

Share post:

এক রাতের অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জলমগ্ন নাগরাকাটা, বানারহাট-সহ একাধিক এলাকা। মহানন্দার জলে ভাসল ফুলবাড়ীর গ্রাম, শনিবার গভীর রাত থেকে একনাগাড়ে বৃষ্টিতে প্লাবিত শিলিগুড়ির একাধিক এলাকা। বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং। ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে নবান্নে (Nabanna ) চালু হল ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪-৩৫২৬, ২২৫৩-৫১৮৫)। মনিটরিং করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। কলকাতা থেকে আজই রাজ্য সরকারের (Govt of WB) উচ্চপদস্থ কর্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন বলে খবর মিলেছে।

শনিবারের পর রবিতেও উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির দাপটে লাল সতর্কতা জারি (red alert in north bengal today)। তিস্তা ও মহানন্দা সংলগ্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতিতে। উদ্বেগ বাড়ছে শিলিগুড়িতেও। ডুয়ার্সে বন্যা মোকাবিলায় সক্রিয় রাজ্য সরকার, খোলা হয়েছে একাধিক ত্রাণশিবির। রাজ্য সরকারের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির নাগরাকাটা। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে জলবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বানারহাট ব্লকের বিন্নাগুড়ি এবং গয়ারকাটার একাধিক এলাকাও প্লাবিত হয়েছে। ভুটান পাহাড়ে অতিবৃষ্টির জেরে হাতিনালা দিয়ে নেমে আসা জল গ্রামাঞ্চলে ঢুকে পড়েছে। গরুমারা জঙ্গলের রামসাই অংশ থেকে জলঢাকার জলে কিছু বন্যপ্রাণী ভেসে আসার খবর মিললেও বন দফতর ও জেলা প্রশাসন তা নিবিড়ভাবে নজরদারি করছে। পানবাড়ি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরে। অন্যদিকে, তিস্তা নদীতে জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছেন, বিপদজনক পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই সব ধরনের সতর্কতা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে স্থানান্তর, খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া এবং অবিরাম নজরদারি চালানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে প্রশাসন আছে এবং তাঁদের প্রয়োজনীয় সব রকম সাহায্য পৌঁছে দেওয়া হবে।

দুর্যোগের কথা মাথায় রেখে টাইগার হিল, রক গার্ডেনের মতো পর্যটন কেন্দ্র বন্ধ করেছে জিটিএ। দার্জিলিং জুড়ে আজ টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। বিপর্যস্ত আলিপুরদুয়ারের ট্রেন পরিষেবাও। পর্যটকদের ফিরিয়ে আনতে উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

 

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...