Monday, November 17, 2025

ছন্দে ফিরছে মিরিক, রোদের দেখা দুধিয়ায়! বৃষ্টি দুর্যোগ কাটছে উত্তরবঙ্গে

Date:

নতুন করে বৃষ্টি হয়নি, ধীরে ধীরে ছন্দে ফিরছে দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ (North Bengal Disaster)। গত কয়েকদিন ধরে বন্ধ থাকার পর মিরিক লেকে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। স্বস্তি পাচ্ছেন উত্তরবঙ্গের মানুষেরাও। বুধের সকালে রোদের দেখা মিলেছে দুধিয়ায় (North Bengal weather)। স্রোতের টান থাকলেও বালাসন নদীর জল কমেছে। নদীর গতিপথ ঘুরিয়ে হিউম পাইপ নামানোর চেষ্টা চলছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা নেই। তবে ধসের (Landslide) কারণে এখনও পাহাড়ের বহু রাস্তা বন্ধ। ভাঙা সেতু মেরামতির কাজ চলছে।

এদিন সকাল থেকে পাহাড়ে রোদ মেঘের লুকোচুরি থাকলেও দুর্যোগের সম্ভাবনা নেই।। দার্জিলিংয়ের ঝকঝকে আকাশে কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলেছে। আটকে থাকা পর্যটকেরা নামতে শুরু করেন। মঙ্গলবারও অনেকেই নেমেছেন। প্রায় সব পর্যটককেই নিরাপদে নামানো সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বৃষ্টিতে দার্জিলিঙের বিভিন্ন এলাকায় ধস নামে। বিভিন্ন রাস্তায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জলমগ্ন পরিস্থিতি তৈরি হয় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলেও। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ও মিরিক। ছুটে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রবিবার বিকেলের পর থেকে বৃষ্টি না-হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই দুর্যোগে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলার সরকার।দুধিয়ায় সেতু ভেঙে যাওয়ায় মিরিকের রাস্তাও আপাতত আংশিক বন্ধ রয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন।

Related articles

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...
Exit mobile version