Monday, November 17, 2025

বিজেপির ত্রিপুরায় ঢুকতে বাধা তৃণমূল প্রতিনিধিদলকে! বিমানবন্দরেই অবস্থানে নেতৃত্ব

Date:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে গণতন্ত্র নেই। বুধবার, ফের প্রমাণিত। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলা তৃণমূলের প্রতিনিধিদলকে আগরতলা বিমানবন্দরের বাইরে বের হতেই দিচ্ছে না বিজেপি সরকারের পুলিশ। ভাঙচুর হয়েছে দলীয় সদর দফতর। মারধর করা হয়েছে কর্মীদের। তৃণমূল নেতৃত্বের তরফ থেকে নিন্দার পাশাপাশি ত্রিপুরায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে বুধবারই সকালে আগরতলা পৌঁছান তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধিদল। স্বৈরাচারী বিজেপির রাজ্যে আগরতলা বিমানবন্দরেই আটকে দেওয়া হল সেই প্রতিনিধিদলকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এতটা ব্যর্থ মানিক সাহা প্রশাসন, যে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়েই বিমান বন্দর থেকে শহরে পা রাখতে বাধা পুলিশের। তৃণমূল প্রতিনিধিদলের সদস্যরা বিমান বন্দরের সামনেই এর প্রতিবাদে অবস্থানে বসে পড়েন। প্রায় ঘণ্টা দুয়েক পরে গাড়িকরে বিমানবন্দর ছাড়েন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল প্রতিনিধি দলের অভিযোগ, যে গাড়ি তাঁদের নিতে এসেছিল তার চালকদের হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কুণাল ঘোষ  জানান, এর পরে তাঁরা প্রিপেড ট্যাক্সি বুক করতে যান, কিন্তু সেখানেও তাঁদের গাড়ি ভাড়া দেওয়া হয়নি। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, বিমানবন্দর ছেড়ে বেরতে পারবে না তৃণমূলের প্রতিনিধি দল। তীব্র কটাক্ষ করে পুলিশকে কুণাল বলেন, আপনারা দুটো অটো ডেকে দিন, আমরা তাতে চড়েই যাব।

তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিজেপির নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেন, ৩৬৫ দিনের মধ্যে ৩৬০দিন বাংলায় ফাইভস্টার হোটেল ভাড়া করে পড়ে থাকেন- কোনও বাধা পান না। আর বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিরা এলেই বাধার মুখে পড়েন। এতেই বোঝা যায় ডবল ইঞ্জিন সরকারের রাজ্য গণতন্ত্র নেই। বাংলার ট্রিপল ইঞ্জিন সরকার- মা মাটি মানুষের সরকারে গণতন্ত্র আছে।

আগরতলা বিমানবন্দরের মধ্যে অবস্থানে বসেন সুস্মিতা, প্রতিমা, সায়নী, কুণাল, সুদীপরা। সঙ্গে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। বাংলার প্রতিনিধিদল দৃঢ়প্রতিজ্ঞ- আমরা তৃণমূলের নেতা-কর্মীদের সহমর্মিতা দেখাতে এসেছি, আমরা দেখা করেই ফিরব। পরে, গাড়ির ব্যবস্থা করে তৃণমূল নেতৃত্ব বিমানবন্দর থেকে রওনা দেন। যান হামলা হওয়া দলীয় কার্যালয়ে।

Related articles

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...
Exit mobile version