Friday, January 16, 2026

নৈহাটির বড়মার মন্দিরে যাবেন অভিষেক, মমতার জন্য কালীমূর্তি পাঠাতে চায় মন্দির কর্তৃপক্ষ

Date:

Share post:

দুর্গাপুজোর পরে কালীপুজো (Kali Pujo)। এবার নৈহাটির বড়মার মন্দিরে যাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, কালীপুজোর পরদিন বড়মা কালীর দুটি মূর্তিতেই পুজো দেওয়ার কথা তাঁর। সেদিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহারের জন্য অভিষেকের হাতে বালেশ্বরী পাথরের একটি ছোট কালীমূর্তি তুলে দিতে চায় মন্দির (Temple) কর্তৃপক্ষ।

দুর্গাপুজোয় কন্যা আজানিয়ার হাতে ধরে মণ্ডপে মণ্ডপে (Temple) ঠাকুর দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। খেয়েছেন ফুচকা। পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দিয়েছেন পুজো-উপহার। দীপাবলিতে নৈহাটির (Naihati) বড়মার মন্দিরে যাবেন অভিষেক। ২০ অক্টোবর কালীপুজো। তার পরেরদিন বড়মার মন্দিরে যাওয়ার কথা তাঁর। এই প্রসঙ্গে বড় কালীপুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, ”উনি ২১ তারিখ আসবেন বলে জানতে পেরেছি। কখন আসবেন, সেই সময় এখনও ঠিক হয়নি। আমরা তাঁকে আপ্যায়ণ করতে সবরকমভাবে প্রস্তুত। আমাদের ইচ্ছা, বড়মায়ের কষ্টি পাথরের একটি মূর্তি তাঁর হাতে তুলে দেব। মূর্তিটি তৈরির কাজ শেষ হয়েছে। তার শুদ্ধিকরণও হয়েছে।”

২০২৩-এ বড়মার মন্দিরটি নবনির্মাণের পরে উদ্বোধনের সময় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২৪-এ বড়মার মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেবার মন্দির কর্তৃপক্ষ তাঁকে বড় দেবীমূর্তির ছবি উপহার দিতে চায়। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, তাঁর বাড়িতে এত জায়গা নেই। সেই কারণে শিল্পী শুভেন্দু সরকারকে দিয়ে বালেশ্বরী কালো পাথরের ছোট একটি মূর্তি মন্দির তৈরি করানো হয়েছে। উচ্চতা সাড়ে পাঁচ ইঞ্চি, চওড়া পাঁচ ইঞ্চি। সেই মূর্তি অভিষেকের হাত দিয়ে তৃণমূল সভানেত্রীকে পাঠাতে চায় মন্দির কর্তৃপক্ষ।

এদিকে, অভিষেকের (Abhishek Banerjee) সফর ঘিরে আঁটসাঁট করা হয়েছে মন্দির নিরাপত্তা ব্যবস্থা। সোমবার দুপুরে মন্দির সংলগ্ন অরবিন্দ রোডের সরজমিনে খতিয়ে দেখেন বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। সমস্ত পুলিশকর্তা (Police), সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik), বিধায়ক সনৎ দে, বড়মা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য এবং সভাপতি অশোক চট্টোপাধ্যায়কে নিয়ে মন্দির কমিটির অফিসে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুরলীধর শর্মা। কোন রাস্তা দিয়ে অভিষেক আসবেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় কী ভাবে সামাল দেওয়া হবে- এলাকা ঘুরে তার পরিকল্পনা করা হয়।

spot_img

Related articles

বেলডাঙায় আক্রান্ত সাংবাদিক সোমা: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ অভিষেকের, নিন্দা-বিবৃতি প্রেস ক্লাবের

বেলডাঙায় (Beldanga) খবর সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার জি২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)।...

স্মৃতিমেদুর ব্রাত্য-সুবোধ: বাংলা আকাদেমিতে প্রকাশিত নাট্যকার ও কবির তিন বই

সম্প্রতি নন্দন প্রাঙ্গনে শেষ হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। সামনেই অপেক্ষা করছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রযুক্তির উদ্ভাবন যে আজও...

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫...

প্রধানমন্ত্রী আসছেন: তার আগেই বিজেপির বাংলা বিরোধিতার প্রতিবাদে সরব হবে সিঙ্গুর

যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই মাটিকে বিজেপির অত্যাচারি শাসকদল...