বলিউড শাহেনশাহর তিরাশিতম জন্মদিনে (Amitabh Bachchan Birth anniversary) দেশ জুড়ে বিগ বি অনুরাগীদের মনে উৎসবের মেজাজ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার সুনামিতে ভাসছেন খোদ অমিতাভ বচ্চন। অভিনেতাকে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় বিগ বি-র সুস্থতা কামনা করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) অমিতাভের উজ্জ্বল উপস্থিতির স্মৃতিচারণায় বাংলার প্রশাসনিক প্রধান।

আজকালকার দিনে যতই সেলিব্রেটিরা ছোট্ট গণ্ডির মধ্যে থেকে নিজেদের ‘মেগাস্টার’ তকমা দিতে ব্যস্ত হয়ে পড়ুক না কেন, ভারতীয় সিনেমার মেগাস্টার যদি কেউ হন তাহলে তিনি নিঃসন্দেহে অমিতাভ বচ্চন। যিনি পরিস্থিতির প্রেক্ষিতে সমসাময়িক আবার তাঁর অভিনয় দক্ষতার নিরিখে চিরকালীন। বলিউডের ‘শাহেনশাহ’ নিজের সৃজনশীলতা ও কাজের মধ্যে দিয়ে গোটা দেশের সব বয়সীদের মন জয় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অমিতাভের সম্পর্ক বড়ই মধুর। একাধিকবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা গেছে বিগ বি-কে। ১১ অক্টোবর বর্ষীয়ান অভিনেতা জন্মদিনে সেই স্মৃতিচারণায় ডুব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী(CM)। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “সুস্থ থাকুন। সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হই দু’জনে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লুত। আমাদের উৎসব পরিবারের সদস্য তাঁরা।”

বলিউডের একসময়কার অ্যাংরি ইয়াংম্যানের অভিনয় ক্যারিয়ার পুরোপুরি মসৃণ কখনই ছিল না। যে ব্যারিটন কণ্ঠস্বরের প্রশংসায় আজ বুঁদ গোটা বিশ্ব, সেই ভয়েসের জন্যই এক সময়ে অল ইন্ডিয়া রেডিওর মতো প্রতিষ্ঠানে তাঁর চাকরি হয়নি। প্রথম সিনেমা সুপার ফ্লপ। ‘দিওয়ার’ এবং ‘জঞ্জির’ দিয়ে ভাগ্য ফেরে। তারপর ‘মুকাদ্দার কা সিকান্দার’ থেকে ‘শোলে’, ‘ইয়ারানা’, মর্দ, পরবর্তীতে ‘ব্ল্যাক’, ‘পিঙ্ক’, ‘পা’-এর মতো সিনেমায় তিনি বুঝিয়ে দিয়েছেন কেন ভারতীয় বিনোদন জগতে ‘বচ্চন যুগ’ প্রতিষ্ঠা হয়েছিল। অভিনয় জগত থেকে রাজনৈতিক মহল, শিক্ষা-সাহিত্য -সংস্কৃতি জগতের বিশিষ্টরাও আজ অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

–

–

–

–

–

–

–
–