Sunday, November 16, 2025

নন্দীগ্রামে তপশিলি-নাবালকের উপর নির্যাতন! কাঠগড়ায় বিজেপি, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

তপশিলি সম্প্রদায়ের নাবালকের উপর অত্যাচার। কাঠগড়ায় বিজেপির (BJP)। ঘটনার সাক্ষী নন্দীগ্রাম (Nandigram)। এর মধ্যে প্রকাশ্যে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষ। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)।

শুক্রবার গোকুলনগর অঞ্চলে মহেশনপুর বাজারে বিজেপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি। সেই কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠী তাঁদের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তাঁদের মুখোমুখি সংঘর্ষ এবং গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয় তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালক যার উপরে বিজেপির এক গোষ্ঠীর নেতা-কর্মী-সমর্থকরা হিংস্র নেকরের মতো ঝাপিয়ে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে।

নন্দীগ্রামে এক তপশিলি সম্প্রদায়ের নাবালকের উপর বিজেপির পাশবিক, নারকীয় অত্যাচার এবং শারীরিক নির্যাতন। তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করছে। বিজেপি (BJP) এমন একটি সাম্প্রদায়িক দল- যারা একদিকে উগ্র হিন্দুত্ববাদের কথা বলে, অপরদিকে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি, দলিত সম্প্রদায়, এদের ঘৃণা করে অবজ্ঞা করে, এঁদেরকে মানুষ বলে মনে করে না।
আরও খবরমোদি সরকারের আত্মসমর্পণ! ভারতে মহিলা সাংবাদিকদের উপর ‘তালিবানি শাসনে’ বিতর্ক

নন্দীগ্রাম ১নং ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ঘটনার নিন্দা করে বলেন, “এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। যে দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী সম্প্রদায়ের এক মহিলা তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জুতোর নীচে পিষে দেওয়ার কথা বলেন সেই দলের নেতা কর্মীরা যে তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালককে হেনস্থা-মারধর করবে এটাই স্বাভাবিক। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। ওই মাইক চালকের পরিবারের পাশে থেকে সমস্ত আইনি সহযোগিতা করতে তৃণমূল কংগ্রেস বদ্ধ পরিকর।”

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version