Sunday, November 9, 2025

ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে অপরাধীরা কড়া শাস্তি পাবে: আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

বেসরকারি মেডিক্যাল কলেজে গণধর্ষণে কড়া পদক্ষেপ (strict action) গ্রহণ করবে বাংলার পুলিশ। বাংলার প্রশাসন দুর্গাপুরের ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেই দেখছে। অপরাধীদের কোনওভাবেই ছাড়া হবে না, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সেই সঙ্গে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে (private medical college) নিজেদের নিরাপত্তা বাড়ানো ও হস্টেল থেকে বেরোনো-ঢোকার ক্ষেত্রে কঠোর নিয়ম মানার নির্দেশও দিলেন তিনি।

বিজেপি শাসিত রাজ্যে একের পর এক ধর্ষণ বা গণধর্ষণের ঘটনায় বারবার সেখানে প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। তারপরেও দুর্গাপুরের (Durgapur) ঘটনার পরে বিজেপির নেতারা এই ঘটনায় প্রশাসনিক পদক্ষেপে সহযোগিতার বদলে উস্কানির রাজনীতি করে চলেছে। পাল্টা রবিবার বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister) এই ঘটনা নিয়ে স্পষ্ট করে দেন, কেউ এই ঘটনাকে কেউ সমর্থন করছে না। বাংলায় নারীদের নিয়ে কোনও ঘটনা ঘটলে আমরা সেই ঘটনাকে হালকাভাবে নিই না। একটা একটা গুরুতর ঘটনা বলেই আমরা ধরেছি। ছাত্রীটি একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া ছিল। এই ঘটনা অত্যন্ত হতবাক করেছে আমাকে।

দুর্গাপুরের গণধর্ষিতা ডাক্তারি পড়ুয়া ওড়িশার (Odisha) বাসিন্দা। সেই ওড়িশার গণধর্ষণের উল্লেখ করে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কয়েক সপ্তাহ আগে ওড়িশায় মেয়েদের গণধর্ষণ হয়েছে সমুদ্র সৈকতে। সেই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ওড়িশা সরকার কী পদক্ষেপ নিয়েছে?

পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজগুলির (private medical college) নিরাপত্তা নিয়েও এদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, ছাত্রীটি একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া ছিল। সব বেসরকারি মেডিক্যাল কলেজে নিরাপত্তা কার দায়িত্ব? কীভাবে রাত ১২.৩০টায় সেই ছাত্রী বেরিয়ে এলো? বেসরকারি মেডিক্যাল কলেজে কীভাবে রাতে বেরিয়ে এলো ছাত্রী? তদন্ত চলছে। বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে নজর দিতে হবে। বিশেষত ছাত্রীদের নিরাপত্তার জন্য। রাতে যেন তারা না বেরোতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দুর্গাপুরের ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের থেকে সব তথ্য পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী তিনি জানান, প্রাথমিক তথ্য যেমন পেয়েছি পুলিশ সকলকে খুঁজছে। কাউকে ছাড়া হবে না। যারাই অপরাধী কঠিন শাস্তি দেওয়া হবে। নির্যাতিতা (gang raped) যেমন বয়ান দিয়েছে, সেই বয়ান অনুযায়ী গ্রেফতারি হচ্ছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। আমরা কড়া ব্যবস্থা (strict action) নেব।

তবে যেভাবে বিজেপি এই ঘটনাকে ইস্যু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শনিবার থেকে, তারও জবাব পেশ হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তিনি স্পষ্ট করে দেন, অন্য রাজ্যেও এই ধরনের ঘটনা নিন্দনীয়। মনিপুর, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতেও অনেক ঘটনা ঘটেছে। সেখানে সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে। কারণ আমাদের রাজ্যে আমরা এক বা দুই মাসের মধ্যে চার্জশিট (charge sheet) পেশ করার ব্যবস্থাও করেছি। নিম্ন আদালতে ফাঁসির সাজাও শোনানো হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মৌতে নাবালিকার গণধর্ষণ! পুলিশ ধরতে গেলে গুলি চালালো ধর্ষকরা

বাংলায় ভিন রাজ্য থেকে আসা পড়ুয়াদের প্রতিও স্নেহশীলা মুখ্যমন্ত্রীর বার্তা, যেখানে বাইরের থেকে পড়ুয়ারা পড়তে আসে সেখানে বাড়তি সতর্কতা প্রয়োজন। বাইরে থেকে যারা পড়তে আসছে তাদের সতর্ক থাকতে হবে। রাতে না বেরোনোই ভালো। পুলিশ বুঝতে পারবে না কে কোথায় বেরিয়ে পড়ছে।

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...