দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস হার বাঁচাতে ৯৭ রান তুলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের প্রয়োজন ৮ উইকেট।
ভারতের ৫ উইকেটে ৫১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস শেষ হয় ২৪৮ রানে। শুভমান গিলেরা আর ব্যাট করতে নামেননি। ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুটতেই ১০ রানে আউট হন তেজনারাইন চন্দ্রপল। জন ক্যাম্পবেল কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন। দিনের শেষে ৮৭ রানে অপরাজিত আছেন তিনি।
৬ ওভার পর অ্যালিক অ্যাথানাজ ৭ রানে আউট করেন ওয়াশিংটন সুন্দর। জন ক্যাম্পবেল এবং শাই হোপ মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে গেলেন। ক্যাম্পবেল অপরাজিত থাকলেন ১৪৫ বলে ৮৭ রানে। তাঁর ইনিংসটি সাজানো ৯টি চার এবং ২টি ছক্কা দিয়ে। অন্যদিকে, হোপের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ৮টি চার, ২টি ছয়।
রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন শুভমন। কুলদীপের স্পিন সামলাতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন তাঁরা।পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব, তিন উইকেট নিলেন জাদেজা। একটি করে উইকেট পেলেন বুমরাহ ও সিরাজ।
আরও পড়ুন ::কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার
এদিকে তৃতীয় দিনে আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হলেন কেএল রাহুল(KL Rahul)। লাঞ্চ হয়ে গিয়েছে ভেবে নিয়ে হঠাৎই রাহুল উইকেটের একটি বেল ফেলে দেন। আসলে একটি ওভার শেষ হতেই রাহুল ভেবেছিলেন আম্পায়ার লাঞ্চের সিদ্ধান্ত নিয়েছেন। তাই তিনি উইকেটের বেল ফেলে দেন। ভারতীয় দলও ড্রেসিংরুমের দিকে হাঁটতে থাকে।কিন্তু আম্পায়ার লাঞ্চ ঘোষণা করেননি। ফলে বিভ্রান্তি তৈরি হয়।
–
–
–
–
