Wednesday, November 12, 2025

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

Date:

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে হল ভারতীয় দলকে। ব্যাটারেদের রেকর্ডের দিনে হতশ্রী পারফরম্যান্স বোলারদের। ফলে বড় রান করেও জয় অধরাই থাকল ভারতের।

৬৬ বলে ৮০ রানের নজরকাড়া ইনিংস খেলে সোফির কাছে আউট হন স্মৃতি। এক ক্যালেন্ডার বছরে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি।  পঞ্চম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৫ হাজার পূরণ করলেন।

প্রতীকা, রিচা, জেমাইমার পর আরও দুটি উইকেট তুলে নেন অ্যানাবেল। শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলে ভারত। পুরো ৫০ ওভার খেলার আগেই (৪৮.৫ ওভারে) ৩৩০ রান করে অলআউট হয়ে যায় হ্যারির দল। ফলে রবিবাসরীয় মেগা ম্যাচে অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩১ রান।

অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে ৮৫ রানে। যদিও মাঝের ওভারগুলিতে রান তোলের গতি কমে তাদের। যদিও অধিনায়ক হিলিকে রান তোলায় সাহায্য করেন দলের একাধিক ব্যাটার। এদিন ৪০ বা তার বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার তিন জন ব্যাটার।

৩৩০ স্কোর বোর্ডে থাকা সত্বেও জয় না পাওয়ার প্রধান কারণ বোলিং ব্যর্থতা। ভারতের পেস বোলিং নিয়ে প্রথম থেকেই সমস্যা ছিল। প্রথম দুই ম্যাচে বৈতরণী পার করেছিলেন স্পিনাররা। কিন্তু এই ম্যাচ দীপ্তিরা পারলেন না। বোলারদের ব্যর্থতায় বল হাতে তুলে নিতে হয় অধিনায়ক হরমনপ্রীতকে। কিন্তু তিনিও ব্যর্থ হলেন।

এই ম্যাচ থেকে ভারতের ইতিবাচক দিক দুটি। এক, স্মৃতি মন্ধানার রানে ফেরা। দুই, বল নষ্ট না করা। তবে চিন্তা থাকল ভারতীয় দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে।চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভারত। অস্ট্রেলিয়া সাত পয়েন্ট  নিয়ে শীর্ষে আছে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version