Wednesday, November 12, 2025

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

Date:

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে হল ভারতীয় দলকে। ব্যাটারেদের রেকর্ডের দিনে হতশ্রী পারফরম্যান্স বোলারদের। ফলে বড় রান করেও জয় অধরাই থাকল ভারতের।

৬৬ বলে ৮০ রানের নজরকাড়া ইনিংস খেলে সোফির কাছে আউট হন স্মৃতি। এক ক্যালেন্ডার বছরে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি।  পঞ্চম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৫ হাজার পূরণ করলেন।

প্রতীকা, রিচা, জেমাইমার পর আরও দুটি উইকেট তুলে নেন অ্যানাবেল। শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলে ভারত। পুরো ৫০ ওভার খেলার আগেই (৪৮.৫ ওভারে) ৩৩০ রান করে অলআউট হয়ে যায় হ্যারির দল। ফলে রবিবাসরীয় মেগা ম্যাচে অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩১ রান।

অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে ৮৫ রানে। যদিও মাঝের ওভারগুলিতে রান তোলের গতি কমে তাদের। যদিও অধিনায়ক হিলিকে রান তোলায় সাহায্য করেন দলের একাধিক ব্যাটার। এদিন ৪০ বা তার বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার তিন জন ব্যাটার।

৩৩০ স্কোর বোর্ডে থাকা সত্বেও জয় না পাওয়ার প্রধান কারণ বোলিং ব্যর্থতা। ভারতের পেস বোলিং নিয়ে প্রথম থেকেই সমস্যা ছিল। প্রথম দুই ম্যাচে বৈতরণী পার করেছিলেন স্পিনাররা। কিন্তু এই ম্যাচ দীপ্তিরা পারলেন না। বোলারদের ব্যর্থতায় বল হাতে তুলে নিতে হয় অধিনায়ক হরমনপ্রীতকে। কিন্তু তিনিও ব্যর্থ হলেন।

এই ম্যাচ থেকে ভারতের ইতিবাচক দিক দুটি। এক, স্মৃতি মন্ধানার রানে ফেরা। দুই, বল নষ্ট না করা। তবে চিন্তা থাকল ভারতীয় দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে।চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভারত। অস্ট্রেলিয়া সাত পয়েন্ট  নিয়ে শীর্ষে আছে।

 

Related articles

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...
Exit mobile version