রবিবারই উত্তরবঙ্গ যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুর ২:৩০ মিনিট নাগাদ তিনি হাসিমারা পৌঁছবেন বলে জানা গেছে। সেখান থেকে নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। দুর্যোগ পরবর্তী উদ্ধারকাজ থেকে শুরু করে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামতিতে কতটা কাজ এগিয়েছে রিভিউ বৈঠকে তার আপডেট নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

বৃষ্টি বিপর্যস্ত পাহাড়ের দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে লক্ষ্মীপুজোর দিন উত্তরবঙ্গে পৌঁছে যান মমতা। দুর্গতদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশাসনিক স্তরে একাধিক নির্দেশ দিয়েছিলেন। এক সপ্তাহে কতটা কাজ এগোলো তা জানতে আজই কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকে দুপুর ১টা নাগাদ হাসিমারা বায়ুসেনা ছাউনিতে পৌঁছবেন মমতা। এদিন নীলপাড়া রেঞ্জে মিটিং করার পর রাতে আলিপুরদুয়ারেই থাকবেন তিনি। সোমবার মিরিক যাওয়ার সম্ভাবনা রয়েছে।

–

–

–

–

–

–

–

–