ফলোয়ান বাঁচাতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ, সুদর্শনের চোটের আপডেট জানুন

Date:

Share post:

দিল্লি টেস্টে তৃতীয় দিনেই জয়ের গন্ধ।দিল্লি টেস্টে ভারতের(India) ৫১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্জিজের(West Indies) প্রথম ইনিংস শেষ ২৪৮ রানে। ২৭০ রানে এগিয়ে ভারত। তবে সাই সুদর্শনের চোট নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় শিবিরে।

ম্যাচের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের অষ্টম ওভারে চোট পান সুদর্শন। রবীন্দ্র জাদেজা বল করছিলেন। জন ক্যাম্পবেল একটি জোরালো সুইপ মারেন। শটটি সরাসরি শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সাই সুদর্শনের বুকে লাগে। তাঁর বুকে হাত ছিল, তাই বলটি হাতে লাগে এবং তারপর কোনওভাবে বলটি ধরতে সক্ষম হন।

ফিজিও এসে প্রাথমিক শ্রুশ্রষা করেন।কিন্তু মাঠ ছাড়তে বাধ্য হন সাই। উদ্বেগ বৃদ্ধি করে তৃতীয় দিনের সকালেও ফিল্ডিং করতে নামেননি সাই।  বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদর্শনের চোট গুরুতর নয়,  তিনি এখন ভালো আছেন।

এদিকে ওয়েস্ট  ইন্ডিজের বিরুদ্ধে প্রথম থেকেই দাপট বজায় রাখে ভারত। রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন শুভমন। কুলদীপের স্পিন সামলাতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন তাঁরা। প্রথমে সাই হোপ কুলদীপের বলে বোল্ড  হলেন। টেভিন ইমলাচও কুলদীপের বলে আউট হলেন। বাঁহাতি স্পিনার আউট করলেন জাস্টিন গ্রেভসকেও।

পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব, তিন উইকেট নিলেন জাদেজা। একটি করে উইকেট পেলেন বুমরাহ ও সিরাজ। ফলোয়ান বাঁচাতে ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ।

spot_img

Related articles

‘আপত্তি’ রেখেই পাশ ফেডারেশনের সংবিধান, সুর চড়ালেন প্রফুল-সুব্রতরা

বিশেষ কার্যকরী কমিটির বৈঠকের পরে সুপ্রিম কোর্টের নির্দেশমত নতুন সংশোধিত সংবিধানকে মান্যতা দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। তবে একাধিক...

বিপর্যস্ত এলাকায় মেয়াদ বাড়ল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর: ৯০ শতাংশ কাজ শেষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩১ হাজারের বেশি ক্যাম্প করে মানুষকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ করেছে বাংলার প্রশাসন। তবে...

ইনভেস্টর জট কাটাতে ভরসা মমতাই, মুখ্যমন্ত্রীর দুয়ারে মহমেডান কর্তারা

আইএসএলের আগে ইস্টভেস্টর সমস্যা সমাধানে  আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee) কাছে আবেদন  মহামেডান ক্লাবের(Mohamedan Club)।  সচিব ইশতিয়াক...

উত্তরবঙ্গে রওনা মুখ্যমন্ত্রীর: আলিপুরদুয়ার থেকে দার্জিলিং, ঘুরে দেখবেন বিপর্যস্ত এলাকা

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি-ধসে বিপর্যয়ে প্রাথমিকভাবে প্রশাসনিক পর্যবেক্ষণ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রাথমিকভাবে বিপর্যয়ের হিসাব ও পদক্ষেপ নেওয়ার...