Sunday, November 9, 2025

ফলোয়ান বাঁচাতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ, সুদর্শনের চোটের আপডেট জানুন

Date:

দিল্লি টেস্টে তৃতীয় দিনেই জয়ের গন্ধ।দিল্লি টেস্টে ভারতের(India) ৫১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্জিজের(West Indies) প্রথম ইনিংস শেষ ২৪৮ রানে। ২৭০ রানে এগিয়ে ভারত। তবে সাই সুদর্শনের চোট নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় শিবিরে।

ম্যাচের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের অষ্টম ওভারে চোট পান সুদর্শন। রবীন্দ্র জাদেজা বল করছিলেন। জন ক্যাম্পবেল একটি জোরালো সুইপ মারেন। শটটি সরাসরি শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সাই সুদর্শনের বুকে লাগে। তাঁর বুকে হাত ছিল, তাই বলটি হাতে লাগে এবং তারপর কোনওভাবে বলটি ধরতে সক্ষম হন।

ফিজিও এসে প্রাথমিক শ্রুশ্রষা করেন।কিন্তু মাঠ ছাড়তে বাধ্য হন সাই। উদ্বেগ বৃদ্ধি করে তৃতীয় দিনের সকালেও ফিল্ডিং করতে নামেননি সাই।  বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদর্শনের চোট গুরুতর নয়,  তিনি এখন ভালো আছেন।

এদিকে ওয়েস্ট  ইন্ডিজের বিরুদ্ধে প্রথম থেকেই দাপট বজায় রাখে ভারত। রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন শুভমন। কুলদীপের স্পিন সামলাতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন তাঁরা। প্রথমে সাই হোপ কুলদীপের বলে বোল্ড  হলেন। টেভিন ইমলাচও কুলদীপের বলে আউট হলেন। বাঁহাতি স্পিনার আউট করলেন জাস্টিন গ্রেভসকেও।

পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব, তিন উইকেট নিলেন জাদেজা। একটি করে উইকেট পেলেন বুমরাহ ও সিরাজ। ফলোয়ান বাঁচাতে ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version