টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবার কোহলির আইপিএল থেকেও অবসর নিয়ে চর্চা শুরু হয়েছে।
একটি ইংরেজি ওয়েবসাইটের খবর অনুসারে, আরসিবি-র (ব্র্যান্ড প্রোমোশন সংক্রান্ত একটি ব্যবসায়িক চুক্তিতে সই করার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু, কোহলি এই চুক্তিতে সই করতে অস্বীকার করেন। ২০২৬ সালের আইপিএলের জন্য বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাটির কর্তৃপক্ষ একাধিক বার চুক্তি পুনর্নবীকরণের প্রস্তাব দিয়েছেন কোহলিকে। প্রতি বারই কোহলি অপেক্ষা করতে বলেছেন তাঁদের।
কোহলির বার বার প্রত্যাখ্যান ঘিরেই তৈরি হয়েছে তাঁর অবসরের জল্পনা।এই ব্যাপারে বিরাট কোহলি কিংবা আরসিবি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত অবশ্য কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
আরও পড়ুন :ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি
২০০৮ থেকে আরসিবিতেই খেলেছেন বিরাট। ফর্মের ভালো-মন্দ, ফ্র্যাঞ্চাইজির লাগাতার স্বপ্নভঙ্গ- লাল জার্সিতে সমস্ত কিছুর সাক্ষী থেকেছেন। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরের আইপিএলে চ্যাম্পিয়ন হয় আরসিবি । যদিও আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার বিজয়োৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়।
–
–
–
–
