কালীপুজো উপলক্ষ্যে ১৫ অক্টোবর বৈঠকে নগরপাল

Date:

Share post:

সফলভাবেইব দুর্গা পুজো সামলেছে কলকাতা পুলিশ। শুধু কলকাতা নয় গোটা বাংলাতে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী পুলিশকে স্বরাজ সার্টিফিকেটও দিয়েছেন। এবার সামনে দীপাবলি ও কালীপুজো। সেই উপলক্ষ্যে বৈঠকে বসছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা।

কালীপুজো ও দীপাবলিতে আইনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে চলতি বছর বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। আগামী ১৫ অক্টোবর বিকেল চারটে থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা( CP Monoj Varma)

পুলিশ সূত্রে খবর,পুলিশ কমিশনার মনোজ ভর্মার নেতৃত্বে এই বৈঠকে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। কমিশনার নিজে গোটা বিষয়টির তদারকি করবেন। নির্বিঘ্নে উৎসব পালনের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি, মোবাইল প্যাট্রল ভ্যান বাড়ানো হবে  বলে জানা গিয়েছে।

এই বৈঠকের মূল উদ্দেশ্য এই সময়ে হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, শহরে শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ, দূষণ রোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলি নিয়ে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শব্দবাজি রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে চলতি বছর। শব্দদূষণ ও বিশৃঙ্খলার পরিস্থিতি এড়াতে এই মুহূর্তে লালবাজারে প্রস্তুতি তুঙ্গে। বৈঠকে কলকাতার নামী কালীপুজো কমিটিগুলির দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরাও থাকবেন।

কলকাতা পুলিশ সূত্রের খবর, কালীপুজো ও দীপাবলির সময় শহরে সবচেয়ে বেশি শব্দবাজি ফাটানো হয়, ব্যবহার করা হয় নিষিদ্ধ শব্দবাজি। তাই এবার পুলিশের কড়া নজরদারি থাকবে। শহরের প্রতিটি থানাকে ইতিমধ্যেই এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

দক্ষিণ ২৪ পরগনায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠল মৎস্যজীবীদের

১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা (Govt. ban) কাটিয়ে সমুদ্রে ফের শুরু হচ্ছে ইলিশ (Hilsha) ধরা। কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা, রায়দিঘি,...

বারংবার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা! পকসো-তে মামলা, ধৃত অভিযুক্ত ‘প্রেমিক’

‘প্রেমিকের’ বারংবার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা (Minor)! মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতার দক্ষিণ বন্দর থানার পুলিশ। ধৃত কুতুবউদ্দিন শাহ...

বিয়েবাড়ি যাওয়ার পথে উল্টে গেল বাস, দুর্ঘটনায় ১০ জন আহত

বিয়েতে যাচ্ছিলেন ৪২ জন যাত্রী। কিন্তু হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বেসরকারি বাসটি। সোমবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের...

সবেতন ছুটিতে ২ কেজি ওজন বাড়ান, দিল্লিতে আজব নিদান CEO-র!

আইটি সেক্টরের ওয়ার্ক কালচার নিয়ে সমালোচনার শেষ নেই। বেশিভাগ জায়গায় বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই চলছে, আবার কোথাও বস...