Monday, January 12, 2026

৮ ফুটের কুমির কাঁধে ঘুরলেন ‘ষষ্ঠীচরণ’ টাইগার! নীরব দর্শক রাজস্থান প্রশাসন

Date:

Share post:

খেলার ছলে ষষ্ঠীচরণ/ হাতি লোফেন যখন তখন
একেবারে যেন সুকুমার রায়ের পালোয়ান কবিতার দৃশ্য।

রাজস্থানের কোটায় বিশালাকায় এক কুমিরের ভয়ে ঘরবন্দি হওয়ার অবস্থা হয়েছিল গোটা গ্রামের। বারবার বলেও গ্রামবাসীদের বাঁচাতে দেখা মেলেনি প্রশাসনের। শেষপর্যন্ত এটাওয়া থেকে ডাক পড়ল হায়াত খান টাইগারের। প্রশাসনকে একপ্রকার বুড়ো আঙ্গুল দেখিয়েই হায়াত এক ঘণ্টার মধ্যেই কাবু করে ফেললেন বিশাল সেই কুমিরকে।

এখানেই শেষ নয়, সিনেমার ভঙ্গিতে কাঁধে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। ইতিমধ্যেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আট ফুট লম্বা প্রায় ৮০ কিলো ওজনের একটা কুমিরকে কাঁধে গামছা ফেলার মতো করে নিয়ে বেরিয়ে এলেন হায়াত খান। চোখে মুখে ভয় তো দূর খেলার পুতুলের মত সেই কুমির নিয়ে হাঁটছেন তিনি।

রাজস্থানের কোটার বানজারি গ্রামে লতুর লালের বাড়ির সামনে একটা বড় দীঘি আছে আর সেখানে প্রচুর কুমির আছে বলে সকলেই জানে। শুক্রবার রাত দশটা নাগাদ সপরিবারে বাড়ির উঠোনে বসে গল্প করছিলেন লতুরা। হঠাৎ দিঘি থেকে একটা কুমির ঢুকে পড়ে বাড়িতে। অন্ধকারে প্রথমে বুঝতে না পারলেও পরে ওটা কুমির বুঝতে পেরে ভয়ে ছোটাছুটি শুরু করে দেন সবাই। এরপরেই খবর দেওয়া হয় বন্যপ্রাণ রক্ষাকারী হায়াত খানকে। খবর পেয়েই দুই সহকারিকে নিয়ে সেখানে যান হায়াত।

হায়াতের কুমির ধরার পর মন্তব্য শুনে সকলের চক্ষু চড়কগাছ। তিনি হালকা মেজাজেই বলেন প্রথমে কুমিরটাকে ধরে মুখটা বেঁধে দিয়েছেন। তারপরে লেজ ধরে সামনে আর পিছনের পা বেঁধে ফেলেছেন। তারপরেই কুমিরটাকে কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়িতে তুলে দেন হায়াত।

পরে যদিও তিনি কুমিরটিকে চম্বল নদীতে ছেড়ে দেন। কিন্তু গ্রামবাসীদের আতঙ্ক কাটেনি এখনও। তাঁদের দাবি, কুমিরের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। মাঝে মধ্যেই এলাকার অনেকের বাড়িতে ঢুকে পড়ে। বারবার বলেও এর স্থায়ী কোন সমাধান সরকারের তরফে আসছেনা বলেও অভিযোগ করেন তারা।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...