Sunday, December 7, 2025

৮ ফুটের কুমির কাঁধে ঘুরলেন ‘ষষ্ঠীচরণ’ টাইগার! নীরব দর্শক রাজস্থান প্রশাসন

Date:

Share post:

খেলার ছলে ষষ্ঠীচরণ/ হাতি লোফেন যখন তখন
একেবারে যেন সুকুমার রায়ের পালোয়ান কবিতার দৃশ্য।

রাজস্থানের কোটায় বিশালাকায় এক কুমিরের ভয়ে ঘরবন্দি হওয়ার অবস্থা হয়েছিল গোটা গ্রামের। বারবার বলেও গ্রামবাসীদের বাঁচাতে দেখা মেলেনি প্রশাসনের। শেষপর্যন্ত এটাওয়া থেকে ডাক পড়ল হায়াত খান টাইগারের। প্রশাসনকে একপ্রকার বুড়ো আঙ্গুল দেখিয়েই হায়াত এক ঘণ্টার মধ্যেই কাবু করে ফেললেন বিশাল সেই কুমিরকে।

এখানেই শেষ নয়, সিনেমার ভঙ্গিতে কাঁধে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। ইতিমধ্যেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আট ফুট লম্বা প্রায় ৮০ কিলো ওজনের একটা কুমিরকে কাঁধে গামছা ফেলার মতো করে নিয়ে বেরিয়ে এলেন হায়াত খান। চোখে মুখে ভয় তো দূর খেলার পুতুলের মত সেই কুমির নিয়ে হাঁটছেন তিনি।

রাজস্থানের কোটার বানজারি গ্রামে লতুর লালের বাড়ির সামনে একটা বড় দীঘি আছে আর সেখানে প্রচুর কুমির আছে বলে সকলেই জানে। শুক্রবার রাত দশটা নাগাদ সপরিবারে বাড়ির উঠোনে বসে গল্প করছিলেন লতুরা। হঠাৎ দিঘি থেকে একটা কুমির ঢুকে পড়ে বাড়িতে। অন্ধকারে প্রথমে বুঝতে না পারলেও পরে ওটা কুমির বুঝতে পেরে ভয়ে ছোটাছুটি শুরু করে দেন সবাই। এরপরেই খবর দেওয়া হয় বন্যপ্রাণ রক্ষাকারী হায়াত খানকে। খবর পেয়েই দুই সহকারিকে নিয়ে সেখানে যান হায়াত।

হায়াতের কুমির ধরার পর মন্তব্য শুনে সকলের চক্ষু চড়কগাছ। তিনি হালকা মেজাজেই বলেন প্রথমে কুমিরটাকে ধরে মুখটা বেঁধে দিয়েছেন। তারপরে লেজ ধরে সামনে আর পিছনের পা বেঁধে ফেলেছেন। তারপরেই কুমিরটাকে কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়িতে তুলে দেন হায়াত।

পরে যদিও তিনি কুমিরটিকে চম্বল নদীতে ছেড়ে দেন। কিন্তু গ্রামবাসীদের আতঙ্ক কাটেনি এখনও। তাঁদের দাবি, কুমিরের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। মাঝে মধ্যেই এলাকার অনেকের বাড়িতে ঢুকে পড়ে। বারবার বলেও এর স্থায়ী কোন সমাধান সরকারের তরফে আসছেনা বলেও অভিযোগ করেন তারা।

spot_img

Related articles

ট্রুডোর সঙ্গে সম্পর্কে অফিসিয়াল সিলমোহর পপ তারকা পেরির!

একই অন্যের প্রেমে পড়েছেন বেশ কিছুদিন হল কিন্তু একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোজে ধরা দেননি কখনও। তবে বছরের...

ছন্দে ফিরেই ঈশ্বরের দরবারে কোহলি, আবার কবে দেখা যাবে ‘রো-কো’ জুটিকে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের পরেই দিনই ঈশ্বর দর্শনে বিরাট কোহলি(Virat Kohli)। রবিবারবিশাখাপত্তনমের  সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ...

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই আইনি নোটিসের হুঁশিয়ারি পলাশের! 

এক পক্ষকাল ধরে জল্পনা আলোচনা চলার পর অবশেষে পলাশ মুচ্ছল-স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙার খবরে সিলমোহর (Palash Muchhal Smriti...

বিয়ে বাতিলের কঠোর সিদ্ধান্তই নিলেন, পলাশের সঙ্গে সম্পর্কে ইতি স্মৃতির

পলাশ মুচ্ছলের সঙ্গে   বিয়ে বাতিল করে দিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল তাঁর...