Friday, November 14, 2025

ইসলামাবাদের পর মুরিদকে! শাহবাজের নির্মম দমননীতিতে নিহত ১৩, আহত শতাধিক

Date:

ইসলামাবাদের (Islamabad) পর এবার মুরিদকে-তে (Muridke) জোরদার সরকারবিরোধী আন্দোলন। সোমবার পুলিশের গুলিতে অন্তত ১৩ জন (যদিও তেহরিক-ই-লাব্বাইক সংস্থার দাবি মারা গেছেন ১৮০ জনেরও বেশি) বিক্ষোভকারী নিহত হয়েছেন, ও প্রায় ১৫০ জন আহত হয়েছেন । গত শনিবার ইসলামাবাদে সরকারবিরোধী আন্দোলনে নিহত হয়েছিলেন ১১ জন। আরও পড়ুন: ৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (TLP) দেশে ব্যাপক সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে। তাঁদের দাবি যে বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আসিম মুনির, ‘আমেরিকার পুতুল’ হয়ে কাজ করছে। শুক্রবার থেকে আন্দোলন জোরদার হলে পাকিস্তান সরকার কঠোর দমননীতি অবলম্বন করে। ইসলামাবাদে আন্দোলনকারীদের ১১ জন নিহত ও ব্যাপক সংখ্যায় আহত হন।

সোমবার মুরিদকে-তে ইসলামাবাদের উদ্দেশ্যে মিছিল করার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, বেশ কিছু রাস্তা তারা পূর্বেই অবরোধ করেছিল। কিন্তু ভোরবেলাতেই পাঞ্জাব পুলিশের তরফে বিরাট এলাকা জুড়ে গুলি বর্ষণ করে। এছাড়াও কাঁদানে গ্যাস, শেল ইত্যাদি ব্যবহার করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দেড়শোরও বেশি। এমনকি টিএলপি প্রধান সাদ রিজভির কোনও খোঁজ মিলছে না। এই ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও সংবেদনশীলতা আরও জোরালো হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও বড় কোনো সংঘর্ষে গড়াতে পারে, বিশেষ করে যদি সরকার ও আন্দোলনকারী শিবিরগুলোর মধ্যে সমঝোতার পথ না খোলা যায়।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version