Thursday, December 11, 2025

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

Date:

Share post:

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড। সোমবার সকালে ইডেনে বাংলা দলের অনুশীলনে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। অভিমন্যু ঈশ্বরণদের পেপ টক দিলেন মহারাজ।

চার দশকের বেশি সময় ধরে রঞ্জি ট্রফি জেতেনি  বাংলা। শেষ পাঁচ মরশুমে দুইবার ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি। এবার রঞ্জি জয়ের লক্ষ্য নিয়েই অভিযান শুরু করছে লক্ষ্মীরতন শুক্লার দল।অনুশীলনে অধিনায়ক অভিমন্যুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মহরাজ। শামি-আকাশদীপ- ইশান পোড়েল বোলিং আক্রমণেই  প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় বাংলা।

সোমবার অনুশীলন করছেন আকাশ দীপও। নেটে বেশ কিছুক্ষণ বল করার পরে তিনি ব্যাটও করেন। সৌরভের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন আকাশ। মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেবেন শামি।  সৌরভ মাঠে আসতেই চাঙ্গা হয়ে যান বাংলার ক্রিকেটারেরা।

সৌরভ বলেন, সারা বছর একসঙ্গে অনুশীলন করে, পরশু থেকে মরশুম শুরু করছে।  আমি এসেছিলাম ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে। ঈশ্বরণের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কোনও কথা হয়নি। আমি জিজ্ঞেস করছিলাম  কী দল খেলাবে। শামি-আকাশদীপরা রয়েছেন মুকেশ থাকলে আরও ভালো হত। সবাই ভারতে খেলে, ফলে রঞ্জিতে হোম অ্যাওয়ে খুব বেশি ফ্যাক্টর করে না।

কয়েকদিন আগে বাংলার প্র্যাকটিসে প্রায় ঘণ্টা দু’য়েক ছিলেন সৌরভ। নেটে প্রত্যেক ক্রিকেটারের ব‌্যাটিং-বোলিং আলাদা করে দেখেন। কার কোথায় সমস‌্যা সে’সব শুনেন সেই অনুযায়ী পরামর্শ দেন।ঈশান পোড়েলকে বেশ কিছুক্ষণ টিপস দিলেন। অভিষেক পোড়েলকে আলাদা করে ক্লাস করান।

 

 

spot_img

Related articles

২৯ পর্যন্ত বিজেপি টিকবে না: দেশের ভেঙে পড়া কাঠামো তুলে ধরে চ্যালেঞ্জ মমতার

তৃতীয় নরেন্দ্র মোদি সরকার টিকবে না। লোকসভা নির্বাচনের পর থেকেই এই বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায়...

দুর্নিবারের বর্তমান স্ত্রীর প্রাক্তন প্রেমিককে বিয়ে গায়কের প্রাক্তনের!

শিরোনাম দেখে বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে শুরুতেই বলে দেওয়া দরকার এ প্রতিবেদনে যাঁর বিয়ের কথা বলা হচ্ছে তিনি...

লাল আপেলে চুম্বন জয়ার, নায়িকার হট লুকে তোলপাড় নেটপাড়া

ওপার বাংলা থেকে এপার বাংলা, দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী জয়া আহসান(Jaya Ahsan)। তাঁর দাপুটে অভিনয় আর ৪২ বছরেও যৌবন...

মেসি ম্যাচে মোহনবাগানের হয়ে খেলবেন প্রাক্তনীরা, দলে রয়েছেন পড়শি ক্লাবের কর্তাও

মাঝে মাত্র আর একদিন। তারপরেই কলকাতায় মেসি(Messi) ম্যাজিক। শনিবার যুবভারতীতে মেসির মেগা শো। একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে...