মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল ভারত। গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে ১-২ গোলে হারল ভারত।

বিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছিল ভারত ।শেষ মুহূর্তে মান বাঁচিয়েছিলেন রহিম আলি। তবে এই ম্যাচে শুরু থেকেই আক্রমনের ছন্দে খেলতে শুরু করে খালিদ জামিলের দল। ছাঙতে গোল করে ভারতকে এগিয়ে দেন। কিন্তু লিড বেশিক্ষন ধরে রাখতে পারল না ভারত। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতা ফিরিয়ে আনে সিঙ্গাপুর।ইউ সং গোল করেন। এরপর ৫৮ মিনিটে ফের গোল করলেন ইউ সং।এই গোল আর শোধ করতে পারল না ভারত।

এই ম্যাচ হেরে ভারতের এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা কার্যত বিলীন হল ।এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে কার্যত ছিটকে গেল খালিদ জামিলের ভারত। গ্রুপে ভারতের শেষ দুটি ম্যাচ স্রেফ নিয়মরক্ষার।

ঘরের মাঠে ফিফা ক্রমতালিকায় ১৫৮ তম স্থানে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে হার। কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবলে শুধুই অন্ধকার। বিদেশি কোচ বদলে দেশের সফল কোচ খালিদ জামিলকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভারতীয় ফুটবলের ভাগ্য বদল না। ফিফার ক্রম তালিকায় পিছিয়ে থাকা দলকেও হারাতে পারে না ভারত। নিজের দেশের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধেও হার। ভারতীয় দলের খেলায় শুধুই হতাশা ও লজ্জা।

আরও পড়ুন – অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ রাজ্যের

_

_

_

_

_
_
_