সুর বদল কঙ্গনা রানাওয়াতের! রাজনীতির ময়দানে পা দিয়েই হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে বিজয়ী হন কঙ্গনা। তিনি এখন বিজেপির তারকা সাংসদ। সবই ভাল চললেও হঠাৎই রাজনীতি নিয়ে বিষাদে অভিনেত্রী। সংসদ হয়ে যে তিনি খুব একটা খুশি নন, সেটাই যেন আবার প্রকাশ হয়ে গেল।

রাজনীতিতে আসার আগে সোশাল মিডিয়ার পোস্টে কঙ্গনা বোঝাতে চাইতেন যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু রাজনীতিতে এসে অখুশি হওয়ার ইঙ্গিত পাওয়া গেল কঙ্গনার নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে। কঙ্গনা বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপির একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে সুরেশ জানিয়েছেন, রাজনীতি ছেড়ে তিনি অভিনয়ে ফিরতে চান।

এরপরেই এই স্টোরিতেই কঙ্গনা লিখেছেন, রাজনীতি এমন একটা পেশা যার পথ একেবারেই সহজ নয়। খুব কঠিন। রাজনীতিতে তেমন টাকা পয়সা উপার্জনের পথও নেই। তাছাড়া নানারকমের খরচ রয়েছে। শিল্পীরা যদি নিজেদের পেশায় সময় ব্যয় করে, তাহলে তাঁদের দক্ষতা ও কাজের উপর প্রশ্ন তোলা হয়। রাজনীতিতে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত। এরপরেই অনুরাগীদের মধ্যে উঠেছে প্রশ্নের ঝড়, কি এমন হয়ে গেল যে তিনি এই ধরণের কথা বলছেন হঠাৎ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও যে তবে কি তিনিও এবার বেসুরো হলেন?

প্রসঙ্গত, কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘এমার্জেন্সি’, বক্স অফিসে রীতিমত মুখ থুবরে পড়েছিল। তারপর থেকেই কঙ্গনাকে সিনেমার পর্দায় সেভাবে দেখা যায় নি। তবে রাজনীতির ময়দানেও তিনি তেমন কিছু করতে পারেননি। কয়েকমাস হল কঙ্গনার প্রযোজনা সংস্থার কাছেও খুব একটা কাজ নেই। হিমাচলের ক্যাফে কোনওমতে চলছে। সব মিলিয়ে কঙ্গনার সময় যে খুব একটা একেবারেই ভালো যাচ্ছে না সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

আরও পড়ুন – অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ রাজ্যের

_

_

_

_

_
_