বরফের সাদা চাদরে ঢাকা কাশ্মীরকে রক্তাক্ত করতে কুপওয়ারা দিয়ে ভূস্বর্গে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। রুখে দিল ভারতীয় সেনা (Indian Army)। সোমবার রাত থেকে চলতে থাকা গোলাগুলিতে এখনও পর্যন্ত দুই সন্ত্রাসবাদীকে খতম করা গেছে বলে খবর। মঙ্গলে সকালেও চলছে তল্লাশি অভিযান।

জানা গেছে কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে এলওসি বরাবর টহল দিচ্ছিলেন ভারতীয় জওয়ানরা। সেই সময় সীমান্তে সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়েই দ্রুত তৎপর হয়ে ওঠে নিরাপত্তাবাহিনী। আঁচ পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। দুপক্ষের লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

–

–

–

–

–

–

–

–
–